Food Safety Officer Recruitment | রাজ্যে ফুড সেফটি অফিসার নিয়োগ, প্রতিমাসে বেতন ৩৫ হাজার টাকা

 রাজ্যে ফুড সেফটি অফিসার নিয়োগ, প্রতিমাসে বেতন ৩৫ হাজার টাকা

রাজ্যে স্থায়ী ফুড সেফটি অফিসার সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে ২২ টি    ৩২ টি  কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত নিচে দেওয়া হলো। 

Food Safety Officer Recruitment


Recruitment for General Service, Food Safety Officer

Advertisement No.: R/FSO/48/2022 Dated:12.12.2022

➧পদের নাম - ফুড সেফটি অফিসার। 

মোট শুন্যপদ - ২২ টি। 

➧শিক্ষাগত যোগ্যতাযে কোনো প্রাতিষ্ঠান থেকে  ফুড  টেকনোলজি / ডেইরি  টেকনোলজি / বায়োটেকনোলজি / অয়েল  টেকনোলজি / এগ্রিকালচারাল সাইন্স / ভেটেরিনারি  সাইন্সেস / বায়ো -কেমিস্ট্রি  / মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি  করা থাকলে আবেদন করতে পারবেন। (Holder of a degree in Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or Veterinary Sciences or Bio-Chemistry or Microbiology or Masters Degree in Chemistry or degree in medicine from recognized University.)

বয়স- প্রার্থীর বয়স  ২১ থেকে ৩৬ বছরএর  মধ্যে হতে হবে।  সরকারি নিয়ম অনযায়ী সংরক্ষিত শ্ৰেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।  

বেতন - পে লেভেল অনুযায়ী প্রতি মাসে ৩৫,৮০০/- টাকা থেকে ৯২,০০০/- টাকা বেতন।  


Recruitment for Senior Ayurvedic Medical Officer (West Bengal Ayurvedic Health Service) 

Advertisement No.: R/SAMO/34/2022 Dated:12.12.2022

পদের নাম- সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার।

মোট শূন্যপদ- ৩২ টি।

শিক্ষাগত যোগ্যতা- ইন্ডিয়ান মেডিসিন কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫ বছরের আয়ুর্বেদিক মেডিকেলে ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৬,১০০/- টাকা সহ গ্ৰেড পে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.wbheb.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ২১০/- টাকা ধার্য করা হয়েছে। SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ- ৩০ ডিসেম্বর, ২০২২


➤অফিসিয়াল বিজ্ঞপ্তি 

ফুড সেফটি অফিসার-  দেখুন 

সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার- দেখুন 

আবেদন করার জন্য এখানে ক্লিক করুন - Apply Now

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url