List of Who is in Which Position 2023 PDF || বর্তমানে ভারতের কে কোন পদে আছেন 2023 PDF || ভারতের পদাধিকারী ব্যক্তি
বর্তমানে ভারতের কে কোন পদে আছেন 2023 PDF
সুপ্রিয় পাঠকগণ ,
আজ বর্তমানে ভারতের কে কোন পদে আছেন ২০২৩ pdf দেওয়া হলো। যেটিতে আপনি জানতে পারবেন ভারতের বিভিন্ন পদাধিকারী কে কোন পদে আছেন , উনাদের নাম এবং পদের নাম। খুব সুন্দর করে একটি তালিকা উপস্থানা করা হলো যা সহজে আপনি মনে রাখতে পারবেন। প্রয়োজনে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। শেষে কিছু নমুনা প্রশ্নঃ ও উত্তর দেওয়া থাকবে নিশ্চই দেখে নিবেন তবে তার আগে চলুন তালিকা টি দেখে নেওয়া যাক।
| পদ | পদাধিকারী ব্যক্তি |
|---|---|
| রাষ্ট্রপতি | দ্রৌপদী মুর্মু |
| উপরাষ্ট্রপতি | জগদীপ ধনখড় |
| প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
| স্বরাষ্ট্রমন্ত্রী | অমিত শাহ |
| অর্থমন্ত্রী | নির্মলা সীতারামন |
| বিদেশ মন্ত্রী | সুব্রহ্মণ্যম জয়শঙ্কর |
| কৃষিমন্ত্রী | নরেন্দ্র সিং তোমর |
| ভারতের রেলমন্ত্রী | পীযূষ গোয়েল |
| তথ্য ও সম্প্রচার মন্ত্রী | অনুরাগ ঠাকুর |
| স্বাস্থ্য ও পরিবারকল্যাণ | ডাঃ মনসুখ মান্ডাভিয়া |
| পশুপালন, দুগ্ধ ও মৎস্যচাষ মন্ত্রী | গিরিরাজ সিং |
| মুখ্য নির্বাচন কমিশনার | রাজীব কুমার |
| নির্বাচন কমিশনার | অনুপ চন্দ্র পাণ্ডে |
| চিফ ইনফরমেশন কমিশনার | যশোবর্ধন কুমার সিনহা |
| সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি | উদয় উমেশ ললিত |
| নৌসেনা প্রধান | অ্যাডমিরাল হরি কুমার |
| বায়ুসেনা প্রধান | বিবেক রাম চৌধুরী |
| সেনা প্রধান | মনোজ পাণ্ডে |
| রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর | শক্তিকান্ত দাস |
| লোকসভার স্পিকার | ওম বিড়লা |
| অ্যাটর্নি জেনারেল | কে. কে. ভেনুগোপাল |
| BSF ডিরেক্টর জেনারেল | পঙ্কজ কুমার সিং |
| IB ডিরেক্টর | তপন ডেকা |
| CBI ডিরেক্টর | সুবোধ কুমার জয়সওয়াল |
| CRPF ডিরেক্টর | শ্রী কুলদীপ সিং |
| ED ডিরেক্টর | সঞ্জয় কুমার মিশ্র |
| রেভেনিউ সেক্রেটারি | তরুণ বাজাজ |
| ফাইন্যান্স সেক্রেটারি | টি. ভি. সোমানাথন |
| ডিফেন্স সেক্রেটারি | অজয় কুমার |
| হোম সেক্রেটারি | অজয় কুমার ভাল্লা |
| ক্যাবিনেট সেক্রেটারি | রাজীব গৌবা |
| DRDO চেয়ারম্যান | সমীর ভি. কামাত |
| NABARD চেয়ারম্যান | ডঃ জি. আর. চিন্তালা |
| ISRO চেয়ারম্যান | এস. সোমনাথ |
| SBI চেয়ারম্যান | দীনেশ কুমার খাড়া |
| UPSC চেয়ারম্যান | ডঃ মনোজ সোনি |
| SSC চেয়ারম্যান | এস. কিশোর |
| LIC চেয়ারম্যান | এম. আর. কুমার |
| BCCI প্রেসিডেন্ট | রজার মাইকেল হামফ্রে বিনি |
| CAG | শ্রী গিরিশ চন্দ্র মূর্মু |
| NITI Aayog CEO | পরমেশ্বরন আইয়ার |
| ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট | অনিল খান্না |
| জাতীয় নিরাপত্তা উপদেষ্টা | অজিত কুমার দোভাল |
| জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান | রেখা শর্মা |
ⓐ শ্রী অমিত শাহ
ⓑ শ্রী রাজনাথ সিং
ⓒ সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
ⓓ শ্রী রবিশঙ্কর প্রসাদ
2.ভারতের বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী কে?
ⓐ পীযূষ গোয়েল
ⓑ অনুরাগ ঠাকুর
ⓒ গিরিরাজ সিং
ⓓ রাজীব কুমার
3.ভারতের বর্তমান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী কে?
ⓐ জগৎ প্রকাশ নাড্ডা
ⓑ ডাঃ হর্ষ বর্ধন
ⓒ ডাঃ মনসুখ মান্ডাভিয়া
ⓓ গুলাম নবী আজাদ
4.ভারতের বর্তমান SBI চেয়ারম্যান কে?
ⓐ দীনেশ কুমার খাড়া
ⓑ ডঃ মনোজ সোনি
ⓒ এস. কিশোর
ⓓ এম. আর. কুমার
5.ভারতের বর্তমান BCCI প্রেসিডেন্ট কে?
ⓐ অনিল খান্না
ⓑ অনুরাগ ঠাকুর
ⓒ সৌরভ গাঙ্গুলী
ⓓ রজার মাইকেল হামফ্রে বিনি
⚛
.jpg)
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url