List of Who is in Which Position 2023 PDF || বর্তমানে ভারতের কে কোন পদে আছেন 2023 PDF || ভারতের পদাধিকারী ব্যক্তি

 বর্তমানে ভারতের  কে কোন পদে আছেন 2023 PDF 

List of Who is in Which Position 2023 PDF  বর্তমানে ভারতের কে কোন পদে আছেন 2023 PDF  ভারতের পদাধিকারী ব্যক্তি


সুপ্রিয় পাঠকগণ ,
                           আজ বর্তমানে ভারতের কে কোন পদে আছেন ২০২৩ pdf দেওয়া হলো।  যেটিতে আপনি জানতে পারবেন ভারতের বিভিন্ন পদাধিকারী কে কোন পদে আছেন , উনাদের নাম এবং পদের নাম। খুব সুন্দর করে একটি তালিকা উপস্থানা করা হলো যা সহজে আপনি মনে রাখতে পারবেন।  প্রয়োজনে আপনি পিডিএফ  ডাউনলোড করে নিতে পারেন। শেষে কিছু নমুনা প্রশ্নঃ ও উত্তর দেওয়া থাকবে নিশ্চই দেখে নিবেন তবে তার আগে চলুন তালিকা টি দেখে নেওয়া যাক। 
  
পদ পদাধিকারী ব্যক্তি
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
বিদেশ মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর
ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ডাঃ মনসুখ মান্ডাভিয়া
পশুপালন, দুগ্ধ ও মৎস্যচাষ মন্ত্রী গিরিরাজ সিং
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার
নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে
চিফ ইনফরমেশন কমিশনার যশোবর্ধন কুমার সিনহা
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত
নৌসেনা প্রধান অ্যাডমিরাল হরি কুমার
বায়ুসেনা প্রধান বিবেক রাম চৌধুরী
সেনা প্রধান মনোজ পাণ্ডে
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস
লোকসভার স্পিকার ওম বিড়লা
অ্যাটর্নি জেনারেল কে. কে. ভেনুগোপাল
BSF ডিরেক্টর জেনারেল পঙ্কজ কুমার সিং
IB ডিরেক্টর তপন ডেকা
CBI ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল
CRPF ডিরেক্টর শ্রী কুলদীপ সিং
ED ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র
রেভেনিউ সেক্রেটারি তরুণ বাজাজ
ফাইন্যান্স সেক্রেটারি টি. ভি. সোমানাথন
ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার
হোম সেক্রেটারি অজয় কুমার ভাল্লা
ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা
DRDO চেয়ারম্যান সমীর ভি. কামাত
NABARD চেয়ারম্যান ডঃ জি. আর. চিন্তালা
ISRO চেয়ারম্যান এস. সোমনাথ
SBI চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া
UPSC চেয়ারম্যান ডঃ মনোজ সোনি
SSC চেয়ারম্যান এস. কিশোর
LIC চেয়ারম্যান এম. আর. কুমার
BCCI প্রেসিডেন্ট রজার মাইকেল হামফ্রে বিনি
CAG শ্রী গিরিশ চন্দ্র মূর্মু
NITI Aayog CEO পরমেশ্বরন আইয়ার
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট অনিল খান্না
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল
জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা
1.ভারতের বর্তমান বিদেশমন্ত্রী কে?
ⓐ শ্রী অমিত শাহ
ⓑ শ্রী রাজনাথ সিং
ⓒ সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
ⓓ শ্রী রবিশঙ্কর প্রসাদ

2.ভারতের বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী কে?
ⓐ পীযূষ গোয়েল
ⓑ অনুরাগ ঠাকুর
ⓒ গিরিরাজ সিং
ⓓ রাজীব কুমার

3.ভারতের বর্তমান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী কে?
ⓐ জগৎ প্রকাশ নাড্ডা
ⓑ ডাঃ হর্ষ বর্ধন
ⓒ ডাঃ মনসুখ মান্ডাভিয়া
ⓓ গুলাম নবী আজাদ

4.ভারতের বর্তমান SBI চেয়ারম্যান কে?
ⓐ দীনেশ কুমার খাড়া
ⓑ ডঃ মনোজ সোনি
ⓒ এস. কিশোর
ⓓ এম. আর. কুমার

5.ভারতের বর্তমান BCCI প্রেসিডেন্ট কে?
ⓐ অনিল খান্না
ⓑ অনুরাগ ঠাকুর
ⓒ সৌরভ গাঙ্গুলী
ⓓ রজার মাইকেল হামফ্রে বিনি

আরও পড়ুন :



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url