ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF || River Side Cities in india

ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF 

বিভিন্ন চাকরির পরীক্ষায় কোন নদীর তীরে কোন শহর অবস্থিত এই সংকান্ত্র বিভিন্ন প্রশ্ন এসে থাকে, আর তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর তালিকা PDF – List of Important Indian Cities on River Banks PDF in Bengali। আসন্ন পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ পুলিশ, রেলওয়ে গ্রুপ ডি, Railway NTPC ইত্যাদি পরীক্ষার সাথে সাথে সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এগুলো খুব উপকারী হবে।
River Side Cities in india


শহরের নামযে নদীর তীরে অবস্থিত
কলকাতা
হুগলী
আগ্রা
যমুনা
শ্রীনগর
ঝিলাম
হায়দ্রাবাদ
মুসি
কটক
মহানদী
হরিদ্বার
গঙ্গা
জামশেদপুর
সুবর্ণরেখা
বারানসী 
গঙ্গা
অযোধ্যা
সরযু
কানপুর
গঙ্গা
লক্ষ্ণৌ
গোমতী
দিল্লি
যমুনা
আমেদাবাদ
সবরমতী
জব্বলপুর
নর্মদা
ফিরোজপুর
শতদ্রু
বদ্রিনাথ
গঙ্গা
কেদারনাথ
গঙ্গা
তিরুচিরাপল্লি
কাবেরী
বিজয়ওয়াদা
কৃষ্ণা
পন্ধরপুর
ভিমা
লুধিয়ানা
শতদ্রু
পানাজী
মান্দোবি
সুরাট
তাপ্তি
চম্বল
কোটা
পাটনা
গঙ্গা ও শোন-এর মিলনস্থল
ভাগলপুর
গঙ্গা
নাসিক
গোদাবরী
উজ্জয়িনী
শিপ্রা
গৌহাটি
ব্রহ্মপুত্র
ডিব্রুগড়
ব্রহ্মপুত্র
মাদুরাই
ভাইগাই
রৌড়কেল্লা
ব্রাহ্মণী
মথুরা
যমুনা
জম্মু
তবি
বেঙ্গালোর
বৃষভাবতী
গোরখপুর
রাপ্তী
নিজামাবাদ
গোদাবরী
পুনে
মুলা, মুথা
তেজপুর
ব্রহ্মপুত্র
লে
সিন্ধু
কুর্নুল
তুঙ্গভদ্রা
সম্বলপুর
মহানদী
শ্রীরঙ্গপত্তম
কাবেরী
শিলিগুড়ি
মহানন্দা
নাগপুর
করোডি
অমরাবতী
কৃষ্ণা
পূর্ণিয়া
কোশী
মুর্শিদাবাদ
হুগলী
হাজিপুর
গঙ্গা
নেল্লোর
পেন্না
নবসরি
পূর্ণ
কোয়েমবাটুর
নয়াল
চেন্নাই
কুওম,আদিয়ার



কিছু নমুনা প্রশ্নও উত্তরঃ



➤ সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ মহানদী

➤ কুর্নুল কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ তুঙ্গভদ্রা

➤ লে কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ সিন্ধু

➤ গোরখপুর কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ রাপ্তি

➤ নিজামাবাদ কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ গোদাবরী

➤ জব্বল্পুর কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ নর্মদা

➤ আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ সবরমতি

➤ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ যমুনা

➤ ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ গঙ্গা

➤ কানপুর কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ গঙ্গা

➤ অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ সরযু

➤ বারানসি কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ গঙ্গা

➤ জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ সুবর্ণরেখা

➤ হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ গঙ্গা

➤ কটক কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ মহানদী

➤ হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ মুসি

➤ শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ ঝিলাম

➤ আগ্রা কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ যমুনা

➤ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ হুগলি

➤ তেজপুর কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ ব্রহ্মপুত্র

➤ উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ শিপ্রা

➤ নাসিক কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ গোদাবরী

➤ ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত ? 
➥ গঙ্গা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url