ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব তালিকা PDF || List of Agricultural Revolutions In India
কোন বিপ্লব কিসের সাথে সম্পর্ক যুক্ত তালিকা pdf
স্নেহের ছাত্র-ছাত্রী,
কৃষি বিপ্লব হলো কৃষি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধারণা যা একটি সামাজিক, আর্থিক এবং পরিবেশ সংক্রমণ বিষয়ক বিপ্লবের মাধ্যমে পরিচালিত হয়। কৃষি বিপ্লবের লক্ষ্য হলো কৃষি উৎপাদন ও উন্নয়ন করে খাদ্য স্বাবলম্বী একটি সম্পন্ন দেশ গঠন করা। যখন কৃষিতে বিভিন্ন উদ্ভাবন, আবিষ্কার বা নতুন প্রযুক্তি প্রয়োগ করা হয় তখন কৃষিতে অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ফলে কৃষি উৎপাদনের শ্রীবৃদ্ধি ঘটে। কৃষির এই অভূতপূর্ব ও বৈপ্লবিক উন্নয়নকে কৃষি বিপ্লব বলা হয়। বিভিন্ন কৃষি বিপ্লব গুলিকে তাদের প্রকৃতি অনুসারে বিভিন্ন ধরণের রঙ দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে।
তাই আজ তোমাদের জন্য সাধারন জ্ঞানের গুরুত্তপূর্ণ অংশ হিসেবে নিয়ে এসেছি - কোন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তালিকা পিডিএফ - List of important Revolution in India Bengali PDF । এগ্রিকালচার বা কৃষি সম্বধিত এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে সুতুরাং এটি মন দিয়ে পড়ো।
বিপ্লবের নাম | যার সাথে সম্পর্কিত |
---|---|
সবুজ বিপ্লব | ধান ও গমের উৎপাদন বৃদ্ধি |
নীল বিপ্লব | মৎস্য উৎপাদন |
শ্বেত বিপ্লব | দুগ্ধ উৎপাদন |
হলুদ বিপ্লব | তৈল বীজ উৎপাদন |
লাল বিপ্লব | টমেটো ও মাংস উৎপাদন |
গোলাপী বিপ্লব | পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন |
কালো বিপ্লব | পেট্রোলিয়াম উৎপাদন |
সোনালী বিপ্লব | মধু ও ফলের উৎপাদন |
রুপালী বিপ্লব | ডিমের উৎপাদন |
গোল বিপ্লব | আলু উৎপাদন |
বাদামী বিপ্লব | চামড়ার উৎপাদন |
ধূসর বিপ্লব | সার উৎপাদন |
সোনালী তন্তু বিপ্লব | পাট উৎপাদন |
রুপালী তন্তু বিপ্লব | তুলো উৎপাদন |
সবুজ-সোনালী বিপ্লব | বাঁশের ব্যবসা |
প্রোটিন বিপ্লব | উচ্চ কৃষি উৎপাদন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url