ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব তালিকা PDF || List of Agricultural Revolutions In India

 কোন বিপ্লব কিসের সাথে সম্পর্ক যুক্ত তালিকা pdf 

স্নেহের ছাত্র-ছাত্রী,
                           কৃষি বিপ্লব হলো কৃষি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধারণা যা একটি সামাজিক, আর্থিক এবং পরিবেশ সংক্রমণ বিষয়ক বিপ্লবের মাধ্যমে পরিচালিত হয়। কৃষি বিপ্লবের লক্ষ্য হলো কৃষি উৎপাদন ও উন্নয়ন করে খাদ্য স্বাবলম্বী একটি সম্পন্ন দেশ গঠন করা। যখন কৃষিতে বিভিন্ন উদ্ভাবন, আবিষ্কার বা নতুন প্রযুক্তি প্রয়োগ করা হয় তখন কৃষিতে অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ফলে কৃষি উৎপাদনের শ্রীবৃদ্ধি ঘটে। কৃষির এই অভূতপূর্ব ও বৈপ্লবিক উন্নয়নকে কৃষি বিপ্লব বলা হয়। বিভিন্ন কৃষি বিপ্লব গুলিকে তাদের প্রকৃতি অনুসারে বিভিন্ন ধরণের রঙ দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে।
           তাই আজ তোমাদের জন্য সাধারন জ্ঞানের গুরুত্তপূর্ণ অংশ হিসেবে নিয়ে এসেছি - কোন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তালিকা পিডিএফ - List of important Revolution in India Bengali PDF । এগ্রিকালচার বা কৃষি সম্বধিত এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে  সুতুরাং এটি মন দিয়ে পড়ো। 
ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব তালিকা PDF || List of Agricultural Revolutions In India


বিপ্লবের নামযার সাথে সম্পর্কিত
সবুজ বিপ্লবধান ও গমের উৎপাদন বৃদ্ধি
নীল বিপ্লবমৎস্য উৎপাদন
শ্বেত বিপ্লবদুগ্ধ উৎপাদন
হলুদ বিপ্লবতৈল বীজ উৎপাদন
লাল বিপ্লবটমেটো ও মাংস উৎপাদন
গোলাপী বিপ্লবপেঁয়াজ ও চিংড়ি উৎপাদন
কালো বিপ্লবপেট্রোলিয়াম উৎপাদন
সোনালী বিপ্লবমধু ও ফলের উৎপাদন
রুপালী বিপ্লবডিমের উৎপাদন
গোল বিপ্লবআলু উৎপাদন
বাদামী বিপ্লবচামড়ার উৎপাদন
ধূসর বিপ্লবসার উৎপাদন
সোনালী তন্তু বিপ্লবপাট উৎপাদন
রুপালী তন্তু বিপ্লবতুলো উৎপাদন
সবুজ-সোনালী বিপ্লববাঁশের ব্যবসা
প্রোটিন বিপ্লবউচ্চ কৃষি উৎপাদন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url