ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট | WBPSC Food SI Practice Set PDF
WBPSC Food Sub Inspector Practice Set in Bengali PDF
WBPSC Food SI Practice Set PDF: আমরা আজকে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট টি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই Food Sub-Inspector Practice Set টপিকগুলি থেকে এখানে প্রশ্নগুলি বাছাই করে দিয়েছি। আজকের এই ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে ৫০টি প্রশ্ন উত্তর থাকবে।
প্র্যাকটিস সেটটি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং অফলাইনে প্র্যাকটিসের জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
1/20
চা এবং কফিতে কোন উত্তেজক রাসায়নিক পদার্থ পাওয়া যায় ?
2/20
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল কোনটি ?
3/20
আধুনিক পর্যায় সারণিতে ধাতুগুলিকে কোন পর্যায়ে রাখা হয়নি ?
4/20
কালো পতাকা কিসের প্রতীক ?
5/20
ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন ?
6/20
নীচের কোনটি প্রোটিনের সবচেয়ে উৎকৃষ্ট উৎস ?
7/20
মরুস্থলী ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
8/20
হাইড্রোজেন কে আবিষ্কার করেন ?
9/20
‘ব্যোমকেশ বক্সী’ চরিত্রের স্রষ্টা কে ?
10/20
‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ কে বলেছিলেন ?
11/20
নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
12/20
ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?
13/20
ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে ?
14/20
কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয় ?
15/20
মানব দেহের কোন অঙ্গ বেরিবেরি রোগ দ্বারা আক্রান্ত হয় ?
16/20
নীচের কোনটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী ?
17/20
ফারাক্কা বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
18/20
মরুস্থলী ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
19/20
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 393, 1018এবং 2168 কে ভাগ করলে সবক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে ?
20/20
একটি সংখ্যাকে 192 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ হয় 54। ওই একই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
Result:
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url