ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট | WBPSC Food SI Practice Set PDF

 WBPSC Food Sub Inspector Practice Set in Bengali PDF

WBPSC Food SI Practice Set PDF: আমরা আজকে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট টি  তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই Food Sub-Inspector Practice Set টপিকগুলি থেকে এখানে প্রশ্নগুলি বাছাই করে দিয়েছি। আজকের এই ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে ৫০টি প্রশ্ন উত্তর থাকবে। 
প্র্যাকটিস সেটটি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং অফলাইনে প্র্যাকটিসের জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

WBPSC Food SI Practice Set PDF



1/20
চা এবং কফিতে কোন উত্তেজক রাসায়নিক পদার্থ পাওয়া যায় ?
নিকোটিন
অ্যাসপিরিন
ক্যাফিন
ক্লোরোফিল
2/20
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল কোনটি ?
সিজিয়াম
ইউরেনিয়াম
থোরিয়াম
লেড
3/20
আধুনিক পর্যায় সারণিতে ধাতুগুলিকে কোন পর্যায়ে রাখা হয়নি ?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
4/20
কালো পতাকা কিসের প্রতীক ?
প্রতিবাদ
হতাশা
বিদ্বেষ
শোক
5/20
ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন ?
গ্রাহাম বেল
মাইকেল ফ্যারাডে
আলফ্রেড নোবেল
আলভা এডিসন
6/20
নীচের কোনটি প্রোটিনের সবচেয়ে উৎকৃষ্ট উৎস ?
মাখন
মাছ
লেটুস
দুধ
7/20
মরুস্থলী ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ
রাজস্থান
গুজরাট
8/20
হাইড্রোজেন কে আবিষ্কার করেন ?
ক্যাভেন্ডিস
মাইকেল ফ্যারাডে
আলফ্রেড নোবেল
আলভা এডিসন
9/20
‘ব্যোমকেশ বক্সী’ চরিত্রের স্রষ্টা কে ?
মানিক বন্দ্যোপাধ্যায়
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
সতীনাথ ভাদুড়ী
বনফুল
10/20
‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ কে বলেছিলেন ?
লালা লাজপত রায়
বাল গঙ্গাধর তিলক
বিপিনচন্দ্র পাল
এঁদের কেউই নন
11/20
নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
কলকাতা
চেন্নাই
মুম্বাই
দিল্লী
12/20
ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?
১৯৩৯ সালে
১৯৪৯ সালে
১৯৫৯ সালে
১৯৬৯ সালে
13/20
ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে ?
অনুরাধা পাল
অনুষ্কা শঙ্কর
শিল্পী সিং প্যাটেল
রূপরেখা ব্যানার্জী
14/20
কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয় ?
স্পাম
ফোলিস
ভাইরাস
বাগস
15/20
মানব দেহের কোন অঙ্গ বেরিবেরি রোগ দ্বারা আক্রান্ত হয় ?
স্নায়ুতন্ত্র
বৃক্ক
যকৃত
শ্বাসযন্ত্র
16/20
নীচের কোনটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী ?
টালপা
একিডনা
টেরোপাস
লেমুর
17/20
ফারাক্কা বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
পশ্চিমবঙ্গ
আসাম
ঝাড়খণ্ড
উত্তরপ্রদেশ
18/20
মরুস্থলী ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ
রাজস্থান
গুজরাট
19/20
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 393, 1018এবং 2168 কে ভাগ করলে সবক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে ?
25
39
48
50
20/20
একটি সংখ্যাকে 192 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ হয় 54। ওই একই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
2
3
6
8
Result:




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url