পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ , এখানে সম্পূর্ণ বিবরণ দেখুন
West Bengal Government Schemes List
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদেরকে শেয়ার করলাম পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প গুলির নাম এবং উদ্বোধন সাল সম্পর্কে ।
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে অন্যতম প্রকল্প গুলি হল কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, খাদ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইত্যাদি। চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প গুলি।
প্রকল্প | সাল | উদ্দেশ্য |
---|---|---|
কন্যাশ্রী | ২০১৩ | মেয়েদের বাল্যবিবাহ বন্ধ করা ও পড়াশোনায় আর্থিক সাহায্য |
সবুজ সাথী | ২০১৫ | নবম থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের সাইকেল প্রদান |
শিক্ষাশ্রী | ২০১৪ | তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান |
খাদ্যসাথী | ২০১৬ | দরিদ্র মানুষদের ২ টাকা কেজি দরে চাল ও গম প্রদান |
গতিধারা | ২০১৫ | বেকার যুবক যুবতিদের জীবিকা নির্বাহের জন্য বানিজ্যিক গাড়ি কিনতে সরকার ভর্তুকি দেবে |
সমব্যাথী প্রকল্প | ২০১৬ | দরিদ্র পরিবারের সদস্যের অন্ত্যোষ্ঠীক্রিয়ায় ২০০০ টাকা প্রদান |
রূপশ্রী প্রকল্প | ২০১৮ | প্রাপ্তবয়স্ক তরুনীর বিয়ের জন্য ২৫০০০ টাকা প্রদান |
যুবশ্রী প্রকল্প | ২০১৩ | বেকার যুবক যুবতিদের বৃত্তি প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করা |
পথশ্রী অভিযান | ২০২০ | পুরানো সড়কের মেরামত |
মাতৃযান প্রকল্প | ২০১১ | প্রসবতী মহিলাদের এম্বুলেন্স পরিষেবা |
দুয়ারে সরকার | ২০২০ | রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া |
স্টুডেন্ট ক্রেডিট কার্ড | ২০২১ | পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন |
লক্ষ্মীভান্ডার প্রকল্প | ২০২১ | গৃহবধুদের ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা |
মধুর স্নেহ প্রকল্প | ২০১৩ | মিউম্যান মিল্ক ব্যাঙ্ক তোলা |
শিশুসাথী | ২০১৩ | শিশুদের হার্টের অস্ত্রোপ্রচার |
কর্মতীর্থ | ২০১৪ | উৎপাদিত দ্রব্য বিক্রি |
সামাজিক সুরক্ষা যোজনা | ২০১৪ | দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারকে আর্থিক সাহায্য |
সুফল বাংলা | ২০১৪ | কৃষিজ পণ্য যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া |
মুক্তির আলো | ২০১৫ | যৌনকর্মী, নির্যাতিত নারী ও বালিকাদের স্বনির্ভর করে তোলা |
সমব্যথী | ২০১৬ | দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় আর্থিক সাহায্য |
স্বাস্থ্য সাথী | ২০১৬ | ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান |
উৎকর্ষ বাংলা | ২০১৬ | শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া |
মানবিক পেনশন | ২০১৮ | প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ১ হাজার টাকা প্রদান |
কৃষক বন্ধু | ২০১৯ | কৃষকদের আর্থিক অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা |
জাগো প্রকল্প | ২০১৯ | স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান |
কর্মসাথী | ২০২০ | বেকার যুবক-যুবতীদের আর্থিক ঋণ প্রদান |
স্নেহালয় | ২০২০ | গৃহ নির্মাণে আর্থিক সাহায্য |
স্নেহের পরশ | ২০২০ | পরিযায়ী শ্রমিকদের জন্য ১ হাজার টাকা প্রদান |
বাংলাশ্রী | ২০২০ | ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান |
চা সুন্দরী | ২০২০ | চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া |
হাসির আলো | ২০২০ | বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ |
মা প্রকল্প | ২০২১ | ৫ টাকায় ডিম ও ভাত |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url