Purulia Anganwadi Recruitment 2024 |পুরুলিয়া বিভিন্ন ICDS কেন্দ্রগুলিতে প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ
অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী নিয়োগের আবেদন শুরু
পুরুলিয়া জেলার বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্র (ICDS Centre) গুলিতে প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুলিয়া জেলার নিম্নলিখিত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যেসকল সহায়িকারা নূন্যতম ৫ বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গ সরকারের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে এই নিয়োগ করা হবে। নূন্যতম মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন। শূন্যপদের সংখ্যা কত? কোথায় নিয়োগ করা হবে? কীভাবে আবেদন করতে হবে? নিয়োগ সম্পর্কিত ইত্যাদি বিষয়গুলি জানার জন্য মনোযোগ সহকারে প্রতিবেদনটি পড়ুন।
পদের নাম
অঙ্গনওয়াড়ি কর্মী।
শুন্যপদ
সবমিলিয়ে মোট শুন্যপদ 227 টি।
ব্লক | শুন্যপদ |
---|---|
বরাবাজার | ১৮ |
মানবাজার ১ | ৪৪ |
মানবাজার ২ | ২২ |
বান্দোয়ান | ১৯ |
পুঞ্চা | ৩৪ |
বলরামপুর | ৩০ |
বলরামপুর (অতিরিক্ত ) | ২৮ |
আড়ষা | ২৩ |
ঝালদা ২ | ৯ |
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।
বয়সসীমা
সর্বোচ্চ বয়সসীমা – ৬৫ বছর।
বয়স হিসেব করতে হবে ৩০.০১.২০২৪ তারিখ অনুযায়ী।
মাসিক বেতন
বর্তমান সময়ে অঙ্গনওয়াড়ি কর্মীর মাসিক সাম্মানিক ভাতা দেওয়া হয় ৪,৫০০ টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক ৩,৭৫০ টাকা ।
নিয়োগ পদ্ধতি
যোগ্য প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে । মোট ৫০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে । প্রার্থীদের লিখিত পরীক্ষা, অভিজ্ঞতা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে । নিচে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হল ।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা (৩৫ নম্বর), অভিজ্ঞতা যাচাই (১০ নম্বর) ও মৌখিক পরীক্ষা (৫ নম্বর) এর মাধ্যমে নিয়োগ করা হবে।
বিষয় | নাম্বার |
---|---|
লিখিত পরীক্ষা | ৩৫ |
অভিজ্ঞতা | ১০ |
মৌখিক পরীক্ষা | ৫ |
মোট নাম্বার | ৫০ |
আবেদন প্রক্রিয়া
এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
বিভিন্ন ব্লকের ক্ষেত্রে বিভিন্ন ঠিকানা রয়েছে। প্রার্থীদের সংশ্লিষ্ট ব্লকের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। ঠিকানার বিবরণ দেখতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
ব্লক ভিত্তিক অফিসিয়াল বিজ্ঞপ্তি
আবেদনের তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু | ৩০শে জানুয়ারি ২০২৪ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url