লিখিত পরীক্ষা ছাড়াই খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ | BECIL Data Entry Job 2024

BECIL Data Entry Job 2024

 BECIL দপ্তরের তরফ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে।  প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে ফুড সেফটি দফতরে। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য তাই এটি অবশ্যই একটি বড়ো খবর। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো ।

Data Entry Job


Employment No.— BECIL/Project-III(HRMS)F.No.113/FSSAI-NR/Cr No.773/2024/Adv. 440

💻 ডাটা এন্ট্রি অপারেটর (DEO)


 শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 35 wpm টাইপিং স্পিড থাকতে হবে।

বয়সসীমা- 40 বছরের নীচে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।


বেতনক্রম- মাসিক 25,792 টাকা বেতন দেওয়া হবে।

👷 IT Person


শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- কম্পিউটার সায়েন্স নিয়ে B.Tech/BCA করার সাথে সাথে নূন্যতম 1-2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে জাতীয় কলেজ/বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রিটিভ পোস্ট সামলানোর ।

বয়সসীমা- 40 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 35,000 টাকা বেতন দেওয়া হবে।

👲মাল্টি টাস্কিং স্টাফ (MTS)


শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।


যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- 40 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 21,632 টাকা বেতন দেওয়া হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

আবেদনের তারিখ 

আবেদন প্রক্রিয়া শুরু১২ মার্চ, ২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ২৫ মার্চ, ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url