অষ্টম শ্রেণী পাশে জেলা আদালতে গ্রুপ-ডি চাকরি, মাসিক বেতন ১৭ হাজার টাকা

 WB District Court recruitment 2024

সম্প্রীতি পূর্ব বর্ধমান জেলা আদালতের পক্ষ থেকে গ্রুপ D পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ। এখানে কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগটি স্থায়ী ধরণের নিয়োগ। আরও বিস্তারিত জানতে পড়ুন  আজকের  এই প্রতিবেদনে। 

WB District Court recruitment 2024


পদের নাম 

যে সমস্ত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল- নাইট গার্ড, ডে গার্ড ও গার্ডেনার।

শূন্যপদ

মোট ১১টি শুন্যপদ।

যোগ্যতা

তিনটি পদের জন্যই প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা

 ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন

মাসিক 17000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি 

অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করে, প্রিন্ট আউট করার পর সেটা সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা 

District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin Code – 713101

আবেদন ফি

 তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের ১০০/- টাকা এবং অন্যান্য সমস্ত শ্রেণীভুক্ত প্রার্থীদের ৩০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। যেকোনো রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের সময়সীমা

04/05/ 2024 তারিখের বিকেল 5 টার মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে প্রার্থীদের।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url