West Bengal ICDS Supervisor Result Out 2024 |প্রকাশিত হলো আইসিডিএস সুপারভাইজার এর রেজাল্ট
West Bengal ICDS Supervisor Result Out 2024
বর্তমানে WB ICDS Supervisor Result 2024 প্রকাশিত হলো। আপনারা যারা দীর্ঘ পাঁচ বছর ধরে ICDS প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য বর্তমানে ICDS প্রমোশনাল রেজাল্ট প্রকাশিত হলো।
আপনারা প্রত্যেকেই জানেন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই পরীক্ষা হয়েছিল এবার বিষয় হচ্ছে আপনারা ডাউনলোড করবেন কি করে ? কিভাবে রেজাল্ট ডাউনলোড করবেন দেখুন নিচে দেখানো হয়েছে।
ICDS Supervisor Exam Cut Off Marks
পিএসসি মারফত আইসিডিএস সুপারভাইজার পদের মেন পরীক্ষার রেজাল্ট (ICDS Supervisor Result 2024) বের করা হয়েছে এবারে মেন পরীক্ষা হয়েছিল মোট চারটি পেপারে। প্রতিটির উপর ছিল ১০০ করে নম্বর, মোট 400 নম্বর। এর মধ্যে কাট অফ হয়েছে। আর সকল পরীক্ষার্থীদের এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া উচিত। UR – 255, OBC (A) – 210, OBC (B) – 235, SC – 211, ST – 180, MSP – 187, PH (HI) – 172, PH (LDCP) – 202.5.
ICDS সুপারভাইজার রেজাল্ট দেখবেন কিভাবে
১.রেজাল্ট চেক করতে প্রথমে পিএসসি এর অফিশিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in এ ভিজিট করুন,
২.তারপর View All অপশন এ যান,
৩.এরপর নোটিফিকেশন দেখে ক্লিক করে ডাউনলোড করুন।
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url