SVMCM Scholarship 2024-25: শুরু হল আবেদন ও রিনুয়াল প্রক্রিয়া! জেনে নাও বিস্তারিত

বিকাশ ভবন স্কলারশিপ 2024 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪ সম্পূর্ণ আবেদন পদ্ধতি

 বর্তমান সময়ে দারিদ্রতার জন্য আটকে থাকে না লেখাপড়ার সুযোগ। কারণ পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে বেশ কিছু বৃত্তি প্রকল্প চালু রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই সমস্ত বৃত্তি প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ , স্বামী বিবেকানন্দ ‘মেরিট কাম মিন্‌স স্কলারশিপ’ (SVMCM) যা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামেই বেশি পরিচিত তা হল পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ। এটি রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির মেধাবী ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার উদ্দেশ্যে গঠন করা হয় এবং ২০১৬ সালে এই স্কলারশিপটি পুনর্গঠন করে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের কভার করার পাশাপাশি স্কলারশিপের অর্থের পরিমাণও বৃদ্ধি করা হয়। 

SVMCM Scholarship

 রাজ্য জুড়ে সমস্থ কোর্স এর জন্য ২০/১১/২০২৪ থেকে শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন ও রিনুয়াল প্রক্রিয়া। যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ 2024 বা মেরিট কাম মিনস স্কলারশিপ 2024 -এ আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার নিরিখে বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করলে প্রতিমাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এখন থেকে একে একে আবেদন করতে পারবে স্কুল থেকে কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। কি কি ডকুমেন্ট লাগবে, কীভাবে আবেদন করবেন বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে। 


স্কলারশিপে কারা আবেদন করতে পারবে


মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তরের প্রথম বর্ষে পড়ুয়া অথবা পেশাগত কোর্সে ভর্তি ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। তবে বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হবে, যেমন –


  •  মাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে (৪২০ বা তার  বেশি)।
  •  উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর (৩০০ বা তার বেশি)।
  •  কলেজে পড়ুয়াদের জন্য ৫৫% নম্বর থাকতে হবে বা তার       বেশি নম্বর থাকতে হবে।
  •  পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা বা তার কম হতে হবে।


আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস


  •  মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট (দুই পাশ)।
  •  সর্বশেষ পরীক্ষার মার্কশিট।
  •  নতুন ক্লাসে ভর্তি হওয়ার অ্যাডমিশন রিসিপ্ট।
  •  পরিবারের ইনকাম সার্টিফিকেট (BDO/SDO দ্বারা                       অনুমোদিত)।
  •  ডোমিসাইল সার্টিফিকেট (আধার/রেশন কার্ড)।
  •   ব্যাংকের প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি।


রিনিউ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস


  •     বর্তমান কোর্সের সর্বশেষ পরীক্ষার মার্কশিট (দুই পাশ)।
  •     নতুন ক্লাসে ভর্তি হওয়ার অ্যাডমিশন রিসিপ্ট।

স্বামী বিবেকানন্দ  আবেদন পদ্ধতি 2024

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করা যায় সরাসরি অনলাইনে। www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

স্বামী বিবেকানন্দ  আবেদন পদ্ধতি 2024



১) প্রত্যেক ছাত্র-ছাত্রীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ‘Directorate’ নির্বাচন করতে হবে। কোন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে তা নিচে দেওয়া হল-

  • উচ্চমাধ্যমিক স্তর: Directorate of School Education (DSE)
  • স্নাতক ও স্নাতকোত্তর স্তর: Directorate of Public Instruction (DPI
  • মেডিকেল কোর্স: Directorate of Medical Education (DME)
  • পলিটেকনিক কোর্স: Directorate of Technical Education and Training (DTE&T)
  • ইঞ্জিনিয়ারিং: Directorate of Technical Education (DTE)
২) ‘Directorate’ নির্বাচন করে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ একাধিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই কম্পিউটার স্ক্রিনে একটি ‘Application ID’ আসবে, যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে।

৩) ‘Application ID’ ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় দেখে নিতে হবে সবকিছু সঠিকভাবে পূরণ করা হচ্ছে কিনা, কারণ আবেদন করার সময় কোন ভুল হয়ে গেলে পরবর্তীকালে স্কলারশিপের টাকা পেতে অসুবিধা হতে পারে।

OASIS and SVMCM  একই সঙ্গে কি দুটি স্কলারশিপেই আবেদন করা যাবে ?

একই সঙ্গে ওয়েসিস এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থী একই সঙ্গে দুটি স্কলারশিপের টাকা পাবে না। সেক্ষেত্রে দুটো স্কলারশিপে আধার কার্ডের লিংক করতে হবে এবং সেটা ধরে একই সঙ্গে দুটো স্কলারশিপ আবেদন করে ফেললে, একটি স্কলারশিপ বাতিল হয়ে যাবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায় ?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়

বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর


বিকাশ ভবন স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর সংস্থার পক্ষ থেকে প্রদান করা হয়ে থাকে। এরপরেও আবেদনকারীর কোন বিষয়ে জানার দরকার হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল হেল্প লাইন নম্বর- 1800 1028 014 এ অথবা সংস্থার অফিসিয়াল Email Id- helpdesk.svmcmwb@gov.in তে যোগাযোগ করতে পারেন।

বিকাশ ভবন স্কলারশিপ 2024 Last date

২০২৪ সালে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলতি বছরের নভেম্বর মাসের ২০ তারিখ থেকে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। এই প্রকল্পে আবেদনের শেষ দিন সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিতভাবে কোন কিছু জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url