WBPSC Clerkship Question Paper 2024

WBPSC Clerkship Question Paper 2024 PDF

 পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪ ১৬ নভেম্বরএবং ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে । পরীক্ষা প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা থাকলেও, WBPSC-এর নিয়ম অনুযায়ী, প্রশ্নপত্র পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন না।  আমরা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি  WBPSC Clerkship  Question Paper 2024 PDF  এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে সংগৃহীত কিছু জিকে প্রশ্ন দেওয়া আছে যা তোমাদের আজকের প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

Exam Name Clerkship Preliminary Examination 2024
Conducting Body West Bengal Public Service Commission
Exam Date 16th & 17th November 2024
Mode Of Exam Offline
Official Website wbpsc.gov.in

WBPSC Clerkship Question Paper 2024

WBPSC Clerkship Question Paper 2024

বিঃ দ্রঃ- আমারা প্রশ্নপত্র গুলি WBPSC অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি।








WBPSC Clerkship Memory Based Question Paper 2024 PDF

  • মোহিনী নাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত?
  • ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি?
  • পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত?
  • গিগ ইকোনমি কিসের সাথে যুক্ত?
  • সারেঙ্গী বাদ্যযন্ত্রের সাথে কোন বিখ্যাত ব্যক্তির যোগ রয়েছে?
  • রেনেসাঁস এর সঙ্গে কোন বিখ্যাত শিল্পীর যোগ রয়েছে?
  • নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
  • ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিল?
  • ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্পের সূচনা হয়েছে।?
  • লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
  • রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
  • আর্জেন্টিনার মুদ্রার নাম কি?
  • নাইজেরিয়ার রাজধানী কি?
  • নিউমিস ম্যেটিক্স কি?
  • সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
  • জিএসটির প্রধান কে?
  • বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কি?
  • এজরা কাপ কিসের সঙ্গে যুক্ত?
  • সংবিধানের কোন সংশোধনে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত?
  • অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত?
  • লাইভ ডিভাইন কার লেখা?
  • কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি জারি করেন?
  • ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই?
  • ফিফা কবে প্রতিষ্ঠিত হয়?
  • জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নাম?
  •  T20 2024 কোথায় হয়েছে?
  •  জর্ডন এর রাজধানী কী?
  •  পশ্চিম্বঙ্গের কোথায় সর্বাধিক তামাক পাওয়া যায়?
  •  রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
  •  ২০২৪ সাল হিন্দুস্থান রিপাবলিকান আসোসিয়াশন কে গঠন করেন?
  • রেমাল ঘূর্ণিঝড়টি কোন দেশ নামকরণ করে?
  •  বৈঠা বন্দনা উৎসবটি কোথায় পালিত হয়?
  •  তেজস্ক্রিয়তার এস আই একক কি?
  •  নিচের কোনটি শক্তির একক নয়- কেলভিন/জুল/নিউটন
  • মানুষের ক্যান্সারের চিকিৎসা করা হয় নিচের কোন নিষ্ক্রিয় মৌলের দ্বারা?
  •  T- 20, 2024 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজিত করা হয়?
  • 1817 সালে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?
  •  এসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী?
  •  ভারতের কোন মহিলা সর্বপ্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কাটে পার হন?
WBPSC Clerkship Question Paper 2024


  • অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন?
  •  2024 ডাবা গ্র্যান্ড মাস্টার কে হন?
  •  দাবা খেলায় মোট কটি ঘর থাকে?
  •  জ্যামিতির জনক কে ছিলেন?
  • বথুকাম্বা ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়?
  •  বিশ্ব রক্তদান দিবস কবে পালিত হয়?
  •  জাতীয় ক্রিড়া দিবস কবে পালিত হয়?
  •  বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?
  • ২০২৪ বর্ষে ফিফা কতৃক সর্বশ্রেষ্ট খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন?
  • বাংলা প্রজাস্বত্ব আইন কবে পাশ হয়?
  • বুলগেরিয়ার মুদ্রার নাম কি?
  • ভারতের কোন উপকূল এশিয়ার প্রথম ব্লু প্লাগ পেয়েছে?
  • পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়?
  • অলিম্পিকের সিম্বল কোন বছর ডিজাইন করা হয়?
  • ফেসবুকের আবিষ্কারক কে?
  •  জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
  • ভাস্কো ডা গামা ১৪৯৮ খ্রিস্টাব্দে কোথায় পৌঁছেছিলেন?
  • ১৮৫৭ সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
  •  INC -এর ১ম সভাপতি কে ছিলেন?
  •  বাংলায় প্রজাতন্ত্র আইন কবে পাস হয়?
  • খিলাফৎ আন্দোলন কবে শুরু হয়?
  • The Times of India প্রকাশিত হয় কবে?
  •  দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রধান ভূমিকা কার ছিল ?
  • 2024 এ কোন সিনেমা অস্কার পেয়েছে?
  •  মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি?
  •  প্রণব মুখার্জি ভারতরত্ন পায় কোন সালে?
  •  0, 2, 4 দিয়ে তৈরি ৩ অংক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
  •  ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোথায় অবস্থিত?
  •  Blue economy নিম্নলিখিত কাদের সাথে সম্পর্কিত?
  •  বাথুকাম্মা উৎসব কোন রাজ্যে হয়?
  • বুলগেরিয়ার মুদ্রার নাম কি?
  •  হিন্দন নদী কোন নদীর উপনদী?
  •  নাথুলা পাস অবস্থিত কোন পর্বত শ্রেণীতে?
  •  একক শক্তি হল __ ?
  •  IPC -এর পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নাম কী ?
  •  Operation Flood -এর অপর নাম কি?
  •  ‘World Beneath His Foot’ – কার আত্মজীবনী?
  •  ২০২৪ -এ বিশ্বের সবচেয়ে টেকসই শহরের নাম কি?
  •  Ornithology ___ সম্পর্কিত?
  •  12, 15, 18 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হল __।
  • অলিম্পিক সিম্বলের ডিজাইন কত সালে গৃহীত হয়?
  •  দেওয়ালে সরাসরি আঁকা শিল্প কর্মকে কি বলে?
  •  কোন সমুদ্র সৈকত – ব্লু ফ্ল্যাগ পেয়েছে?
  •  2024 ফিফা বর্ষসেরা ফুটবলার কে হয়েছে?
  •  নিম্নলিখিত কোনটির একক বার?
  • কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি?
  •  বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?
  •  অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় কোন বায়ুস্তর?
  •  IUCN – এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  •  উকাই বাঁধ কোথায় অবস্থিত?
  •  বিশ্ব রক্তদানকারী দিবস কবে পালিত হয়?
  • দ্য স্টাডি নাইট চিত্রটি কে রচনা করেছিলেন?
  • মোনালিসা ছবিটি কোন মিউজিয়ামে অবস্থিত?
  •  রাতকানা রো কোন ভিটামিনের অভাবে হয়?
  • রেমাল ঘূর্ণিঝড় এর নামকরণ করেছিল কোন দেশ?

WBPSC Clerkship Question Paper Format 2024

WBPSC Clerkship Question Paper Format



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url