বিভিন্ন বিষয়ের জনকের নাম PDF | List Of Father Of Various Field Bengali Pdf
বিভিন্ন বিষয়ের জনকের নাম
নমস্কার ,
বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো বিভিন্ন বিষয়ে জনকের নাম। WBCS, SSC CGL, CHSL, WBPSC, এছাড়া অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সুতুরাং আর দেরি না করে একনজরে দেখে নেওয়া যাক নিচে দেওয়া খুব সুন্দর তালিকাটি।
➥প্রাণিবিজ্ঞানের জনক কে ?
উত্তরঃ- এরিস্টটল
➥পদার্থ বিজ্ঞানের জনকের নাম ?
উত্তরঃ- আইজ্যাক নিউটন
➥চিকিৎসা বিজ্ঞানের জনক কে ?
উত্তরঃ- হিপোক্রেটিস
➥পরিবেশ বিজ্ঞানের জনক কে ?
উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত
➥আধুনিক ভূগোল এর জনক কে ?
উত্তরঃ- কার্ল রিটার
➥ইতিহাসের জনক কে ?
উত্তরঃ- হেরোডোটাস
➥আধুনিক ইতিহাসের জনক কে ?
উত্তরঃ- লিওপোল্ড ফন র্যাংক
➥গনিতের জনক কে ?
উত্তরঃ- আর্কিমিডিস
➥শূন্যের জনক কে ?
উত্তরঃ- আর্যভট্ট
➥গনতন্ত্রের জনক কে ?
উত্তরঃ- গণতন্ত্রের জনক এরিষ্টটল , তবে আধুনিক গণতন্ত্রের জনক হলেন জন লক
বিষয় | নাম |
---|---|
ভারতীয় হকির জনক | ধ্যানচাঁদ |
ভারতীয় পরিকল্পনার জনক | M.বিশ্বেশ্বরিয়া |
ভারতীয় শিক্ষার জনক | লর্ড মেকলে |
ভারতের “বাস কূটনীতির” নীতির জনক | বাজপয়ী |
ভারতের “পূর্বে তাকাও নীতির” জনক | P.V.নরসিমা রাও |
ভারতীয় উদার অর্থনীতির জনক | P.V.নরসিমা রাও |
ভারতীয় রেলওয়ের জনক | লর্ড ডালহৌসি |
ভারতীয় ইঞ্জিনিয়ারিং-এর জনক | M.বিশ্বেশ্বরিয়া |
ভারতীয় সমবায় আন্দোলনের জনক | ফেডেরিক নিকলসন |
ভারতীয় পরিসংখ্যানের জনক | প্রশান্ত চন্দ্র মহালনাবিশ |
ভারতীয় সেনা বাহিনীর জনক | স্ট্রিংগার লরেন্স |
ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক | সুশ্রুত |
ভারতীয় সিনেমার জনক | দাদা সাহেব ফালকে |
ভারতীয় চিত্রকলার জনক | নন্দলাল বোস |
ভারতীয় বাজেটের জনক | প্রশান্ত চন্দ্র মহালনাবিশ |
ভারতীয় মহাকাশ গবেষনার জনক | বিক্রম সারাভাই |
ভারতীয় জাতীয় পতাকার জনক | পিঙ্গালী ভেঙ্কাইয়া |
ভারতীয় জাতীয়তাবাদের জনক | বিবেকানন্দ |
ভারতে দশমিক/শূন্যের জনক | আর্যভট্ট |
ভারতীয় সমাজতত্ত্বের জনক | G.S.ঘুরে |
ভারতীয় ভূগোলের জনক | জেমস রেনেল |
ভারতীয় রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের জনক | কৌটিল্য/চানক্য |
ভারতীয় ইতিহাসের জনক | মেগাস্থিনিস |
ভারতীয় উদারনীতিবাদের জনক | রামমোহন রায় |
ভারতীয় নবজাগরনের জনক | রামমোহন রায় |
ভারতে বিপ্লবের/জাতীয় আন্দোলনের জনক | বাল গঙ্গাধর তিলক |
ভারতে বিজ্ঞানের/পরমানু শক্তির জনক | হোমি জাহাঙ্গীর ভাবা |
ভারতে লোক আদালতের জনক | P.N.ভগবতী |
ভারতে জনস্বার্থ মামলার জনক | P.N.ভগবতী |
ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক | A.O.হিউম |
ভারতীয় রাষ্ট্রকৃত্যর জনক | সর্দ্দার প্যাটেল |
ভারতে আমলাতন্ত্রের/প্রশাসনের জনক | লর্ড কর্ণওয়ালিস |
ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক | লর্ড রিপন |
ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক | গান্ধীজী |
জোটনিরপেক্ষতা নীতির জনক | জওহরলাল নেহেরু |
ভারতে বিদেশ নীতির জনক | জওহরলাল নেহেরু |
ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক | জওহরলাল নেহেরু |
ভারতীয় ফৌজদারী আইনের(IPC) জনক | মেকলে |
ভারতীয় গনতন্ত্রের জনক | আম্বেদকর |
ভারতীয় আইনের জনক | আম্বেদকর |
আধুনিক ভারতের/জাতির জনক | গান্ধীজি |
ভারতীয় সংবিধানের জনক | আম্বেদকর |
আধুনিক বাংলা চলিত রীতির জনক | প্রমথ চোধুরী |
বিরাম চিন্হের জনক | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
বাংলা গদ্যের জনক | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
আধুনিক বাংলা সাহিত্যের জনক | মাইকেল মধুসূদন দত্ত |
আধুনিক বিজ্ঞানের জনক | রজার বেকন |
আধুনিক অর্থনীতির জনক | পল স্যমুয়েলসন |
আধুনিক গণতন্ত্রের জনক | জন লক |
আধুনিক রসায়নের জনক | জন ডালটন |
বাংলা সনেটের জনক | মাইকেল মধুসুদন দত্ত |
বাংলা নাটকের জনক | দীনবন্ধু মিত্র |
শরীর বিদ্যার জনক | উইলিয়াম হার্ভে |
শ্রেণীকরণ বিদ্যার জনক | কারোলাস লিনিয়াস |
বংশগতি বিদ্যার জনক | গ্রেগর জোহান মেন্ডেল |
সামাজিক বিবর্তনবাদের জনক | হার্বাট স্পেন্সর |
ইংরেজি নাটর জনক | শেক্সপিয়র |
ভূগোলের জনক | ইরাটস থেনিস |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url