50 হাজার পড়ুয়াকে লক্ষ লক্ষ টাকার স্কলারশিপের ঘোষণা রিলায়েন্সের। Reliance Foundation Scholarship 2023
Reliance Foundation Scholarship 2023
আর্থিক ও দুর্বল অবস্থার কারণে যে সকল ছাত্রছাত্রীদের শিক্ষার অভাব রয়েছে তাদের আর্থিক ও অর্থনৈতিক সহায়তা করার জন্য ধীরুভাই আম্বানি নিয়ে এলেন রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাপ্লিকেশন 2023 .
এই Reliance Foundation Scholarship 2023 প্রধানত দুই ধরনের যেসকল মেধাবী ছাত্র ছাত্রীরা Under Graduate (U.G )করবে অর্থাৎ উচ্চমাধ্যমিক দেওয়ার পরে এবং আর একটা হলো Post Graduate (P.G ) ছাত্রছাত্রীদের জন্য।
Reliance Foundation Scholarship কবে থেকে আবেদন করা যাবে, করা আবেদন করতে পারবে , কি কি ডকুমেন্টস লাগবে , আবেদন করার শেষ দিন কবে এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। ....
আবেদন করার জন্য যোগ্যতা : Reliance Foundation Scholarship Eligibility :
- ছাত্রদের অবশ্যই ভারতীয় নাগরিকত্ব হতে হবে।
- স্নাতক বৃত্তির জন্য পড়ুয়াদের ৬০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশসহ ভারতে একটি পূর্ণ-সময়ের স্নাতক ডিগ্রি প্রোগ্রামে পাঠরত হতে হবে।
- স্কলারশিপ আবেদন অনুযায়ী স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে নথিভুক্ত হতে হবে।
- যে সমস্ত ছাত্ররা GATE-এর জন্য চেষ্টা না করে স্নাতক CGPA-তে ৭.৫ অথবা তার বেশি স্কোর করেছে এই স্কলারশিপের জন্য তারাও আবেদনযোগ্য
- পারিবারিক আয় বছরে ১৫ লাখ টাকার কম হতে হবে।
কি কি ডকুমেন্ট লাগবে : Documents Required For Reliance Scholarship 2023:
- পাসপোর্ট সাইজের ছবি।
- পরিচয় প্রমাণ যেমন আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি।
- ব্যাংক পাসবুক .
- মোবাইল নম্বর.
- ইমেইল আইডি.
- আবাসিক ঠিকানা সার্টিফিকেট
- স্থায়ী ঠিকানা
- মাধ্যমিক মার্কশীট
- উচ্চ মাধ্যমিক মার্কশীট ।
- ইউজি মার্কশিট (যদি পিজি স্কলারশিপের জন্য আবেদন করা হয়।)
কত টাকা দেওয়া হবে স্কলারশিপ হিসাবে?
৫০০০ জন গ্রাজুয়েট প্রার্থীকে মেধার ভিত্তিতে ২ লক্ষ টাকা অবধি স্কলারশিপ (2 lakh scholarship) দেওয়া হবে।
গুরুত্তপূর্ণ তারিখ গুলি :
Event Name | Date |
---|---|
Reliance Foundation Scholarship Last Date | 14th February 2023 |
Document Verification | Till February 2023 |
First Level Aptitude Test Date | March 2023 |
Interview Test | March 2023 |
Scholarship List | Till April 2023 |
Reliance Foundation Scholarship Distribution | Before May 2023 |
আবেদন পদ্ধতি :
- প্রথমে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ https://scholarships.reliancefoundation.org/ এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
- তারপর হোম পেজ থেকে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ 2023 সর্বশেষ আপডেট এবং অন্যান্য তথ্য দেখুন।
- তারপর "Click Here to Apply Online এখানে ক্লিক করুন"
- নতুন ট্যাবে, রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ আবেদনপত্র খুলবে।
- জিজ্ঞাসা করা সমস্ত বিবরণ লিখুন।
- ডকোমেন্টস এর স্ক্যান কপি আপলোড করুন।
- Submit এ ক্লিক করুন।
- তারপর রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ আবেদন ফর্ম 2023-এর একটি হার্ড কপি প্রিন্ট করে নিন।
গুরুত্তপূর্ণ লিংক :
স্কলারশিপ | Link |
---|---|
Under Graduate | Click Here |
Post Graduate | Click Here |
আবেদন করার লিংক | Click Here |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url