50 হাজার পড়ুয়াকে লক্ষ লক্ষ টাকার স্কলারশিপের ঘোষণা রিলায়েন্সের। Reliance Foundation Scholarship 2023

Reliance Foundation Scholarship 2023

আর্থিক ও দুর্বল অবস্থার কারণে যে সকল ছাত্রছাত্রীদের শিক্ষার অভাব রয়েছে তাদের আর্থিক ও অর্থনৈতিক সহায়তা করার জন্য ধীরুভাই আম্বানি নিয়ে এলেন  রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাপ্লিকেশন 2023 . 
এই Reliance Foundation Scholarship 2023  প্রধানত দুই ধরনের যেসকল মেধাবী ছাত্র ছাত্রীরা Under Graduate (U.G )করবে অর্থাৎ উচ্চমাধ্যমিক দেওয়ার পরে এবং আর একটা হলো Post Graduate (P.G ) ছাত্রছাত্রীদের জন্য।  

Reliance Foundation Scholarship কবে থেকে আবেদন করা যাবে, করা আবেদন করতে পারবে , কি কি ডকুমেন্টস লাগবে , আবেদন করার শেষ দিন কবে এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। ....
Reliance Foundation Scholarship 2023

আবেদন করার জন্য যোগ্যতা : Reliance Foundation Scholarship Eligibility : 

  • ছাত্রদের অবশ্যই ভারতীয় নাগরিকত্ব  হতে হবে।
  • স্নাতক বৃত্তির জন্য পড়ুয়াদের ৬০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশসহ ভারতে একটি পূর্ণ-সময়ের স্নাতক ডিগ্রি প্রোগ্রামে পাঠরত হতে হবে
  • স্কলারশিপ আবেদন অনুযায়ী স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে নথিভুক্ত হতে হবে।
  • যে সমস্ত ছাত্ররা GATE-এর জন্য চেষ্টা না করে স্নাতক CGPA-তে ৭.৫ অথবা তার বেশি স্কোর করেছে এই স্কলারশিপের জন্য তারাও আবেদনযোগ্য
  • পারিবারিক আয় বছরে ১৫ লাখ টাকার কম  হতে হবে। 

 কি কি  ডকুমেন্ট লাগবে : Documents Required For Reliance Scholarship 2023: 

  • পাসপোর্ট সাইজের ছবি।
  • পরিচয় প্রমাণ যেমন আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি।
  • ব্যাংক পাসবুক .
  • মোবাইল নম্বর.
  • ইমেইল আইডি.
  • আবাসিক ঠিকানা সার্টিফিকেট
  • স্থায়ী ঠিকানা
  • মাধ্যমিক মার্কশীট 
  • উচ্চ মাধ্যমিক মার্কশীট ।
  • ইউজি মার্কশিট (যদি পিজি স্কলারশিপের জন্য আবেদন করা হয়।)

কত টাকা দেওয়া হবে স্কলারশিপ হিসাবে?

৫০০০ জন গ্রাজুয়েট প্রার্থীকে মেধার ভিত্তিতে ২ লক্ষ টাকা অবধি স্কলারশিপ (2 lakh scholarship) দেওয়া হবে।

গুরুত্তপূর্ণ তারিখ গুলি :
Event Name Date
Reliance Foundation Scholarship Last Date 14th February 2023
Document Verification Till February 2023
First Level Aptitude Test Date March 2023
Interview Test March 2023
Scholarship List Till April 2023
Reliance Foundation Scholarship Distribution Before May 2023

আবেদন পদ্ধতি :

  •  প্রথমে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ https://scholarships.reliancefoundation.org/ এই  অফিসিয়াল ওয়েবসাইট   ওপেন করতে হবে।
  • তারপর হোম পেজ থেকে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ 2023 সর্বশেষ আপডেট এবং অন্যান্য তথ্য দেখুন।
  • তারপর  "Click Here to Apply Online এখানে ক্লিক করুন" 
  • নতুন ট্যাবে, রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ আবেদনপত্র খুলবে।
  • জিজ্ঞাসা করা সমস্ত বিবরণ লিখুন।
  • ডকোমেন্টস এর  স্ক্যান কপি আপলোড করুন।
  • Submit এ ক্লিক করুন।
  • তারপর  রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ আবেদন ফর্ম 2023-এর একটি হার্ড কপি প্রিন্ট করে  নিন।

 গুরুত্তপূর্ণ লিংক :

স্কলারশিপ Link
 Under Graduate Click Here
Post Graduate Click Here
আবেদন করার লিংক Click Here

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url