গতিধারা প্রকল্প কি |গতিধারা প্রকল্প ফর্ম ফিলাপ অনলাইন | Gatidhara Scheme 2023
গতিধারা প্রকল্প কি ? গতিধারা প্রকল্প ফর্ম ফিলাপ অনলাইন
গতিধারা স্কিম হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সরকারী উদ্যোগ, যার লক্ষ্য হল এমন ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা যারা বাণিজ্যিক ব্যবহারের জন্য একটি গাড়ি কিনতে চান, যেমন একটি ট্যাক্সি বা পণ্যবাহী। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই প্রকল্পের উদ্দেশ্য।
বেকার যুবক- যুবতীরা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যেই চালু করা হয় এই গতিধারা প্রকল্প।
২০১৪ সালে আগস্ট মাসে Gatidhara Prokolpo-টি পশ্চিমবঙ্গ সরকার চালু করে গ্রামীণ ও শহুরে এলাকার বেকার যুবকদের জন্য, তার পর থেকে এই পর্যন্ত রাজ্যের বহু বেকার যুবক-যুবতী কর্মসংস্থানের ক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে অনেক উপকৃত হয়েছে ।
তো বন্ধুরা গতিধারা প্রকল্প কী সেটা তো জানলাম , কিন্তু এই প্রকল্পের সুবিধাটা কি, করা এই গতিধারা প্রকল্পের লাভ পাবে, কি কি ডকুমেন্টস লাগবে,কিভাবে আবেদন করবো সেই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ছোট্ট প্রতিবেদন।
গতিধারা প্রকল্পের সুবিধাঃ Benefits of Gatidhara Scheme
- এটা শুধুমাত্র বেকার যুবক যুবতীদের জন্য
- এই প্রকল্পে যেকোনো বাণিজ্যিক যানবাহন কেনার ক্ষেত্রে গাড়ির এক্স শোরুম মূল্যের ৩০% টাকা পরিমাণ ভর্তুকি পাবেন। সর্বোচ্চ ১ লাখ টাকা ভর্তুকি পাবেন।
- গতিধারা প্রকল্প থেকে আপনি কোন গাড়ি কিনলে রাজ্যের পরিবহন দপ্তর এর সাহায্যে গাড়ির পারমিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
গতিধারা প্রকল্পের যোগ্যতা : Elegibility For Gatidhara Prakalpa
- পরিবারের যে কোনো ১ জনেই এই প্রকল্পের সুবিধা পাবেন।
- পরিবারের মাসিক ইনকাম ২৫০০০ এর কম থাকতে হবে।
- আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছর এর মধ্যে হতে হবে। তবে SC/ST ও OBC-দের জন্য ৫ বছর ও ৩ বছরের ছাড় আছে।
- আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ড্রাইভিং লাইসেন্স: আবেদনকারীর অবশ্যই যে গাড়িটি কিনতে চান সেই ক্যাটাগরির একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই Employment Bank এ নাম লেখাতে হবে। (নাম নথিভুক্ত করুন এখানে )
গতিধারা প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস : Documents Required For Gatidhara Prakalp
- আবেদনপত্র: প্রথম আবেদনপত্র (অরিজিনাল দুই কপি) ,একটি সম্পূর্ণ এবং স্বাক্ষরিত আবেদনপত্র, যা পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট বা একটি মনোনীত অফিস থেকে পাওয়া যেতে পারে।
- আবেদনকারীর আধার কার্ড (জেরক্স দুই কপি) বয়সের প্রমাণপত্র
- ভোটার কার্ড (Voter Card) ঠিকানার প্রমাণপত্র (জেরক্স দুই কপি)
- আবেদনকারীর ব্যাংক একাউন্ট / Bank Passbook (জেরক্স দুই কপি)
- আবেদনকারীর ৬ কপি পাসপোর্ট সাইজ ফটো।
- পারিবারিক আয়ের শংসাপত্র (জেরক্স দুই কপি)
- স্বঘোষনাপত্র অর্থাৎ self-declaration certificate (জেরক্স দুই কপি)
- পারমিট এর আবেদন পত্র (অরিজিনাল এক কপি)
- আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভূক্ত থাকার প্রমাণ পত্র (জেরক্স দুই কপি)
- গতিধারা প্রকল্পের সুবিধা প্রদানকারী ডিলার কর্তৃক প্রদত্ত গাড়ির জন্য কোটেশন।
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url