গতিধারা প্রকল্প কি |গতিধারা প্রকল্প ফর্ম ফিলাপ অনলাইন | Gatidhara Scheme 2023

 গতিধারা প্রকল্প কি ? গতিধারা প্রকল্প ফর্ম ফিলাপ অনলাইন

গতিধারা স্কিম হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সরকারী উদ্যোগ, যার লক্ষ্য হল এমন ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা যারা বাণিজ্যিক ব্যবহারের জন্য একটি গাড়ি কিনতে চান, যেমন একটি ট্যাক্সি বা পণ্যবাহী। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই প্রকল্পের উদ্দেশ্য।

বেকার যুবক- যুবতীরা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে  পারে সেই লক্ষ্যেই চালু করা হয় এই গতিধারা  প্রকল্প। 

Gatidhara Scheme

২০১৪ সালে আগস্ট মাসে  Gatidhara Prokolpo-টি পশ্চিমবঙ্গ সরকার চালু করে গ্রামীণ ও শহুরে এলাকার বেকার যুবকদের জন্য, তার পর থেকে এই পর্যন্ত রাজ্যের বহু বেকার যুবক-যুবতী কর্মসংস্থানের ক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে অনেক উপকৃত হয়েছে । 

তো বন্ধুরা গতিধারা প্রকল্প কী সেটা তো জানলাম , কিন্তু এই প্রকল্পের সুবিধাটা কি, করা এই গতিধারা প্রকল্পের লাভ পাবে, কি কি ডকুমেন্টস লাগবে,কিভাবে আবেদন করবো সেই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ছোট্ট প্রতিবেদন। 

গতিধারা প্রকল্পের সুবিধাঃ Benefits of Gatidhara Scheme 

  • এটা শুধুমাত্র বেকার যুবক যুবতীদের জন্য 
  • এই প্রকল্পে যেকোনো  বাণিজ্যিক  যানবাহন কেনার ক্ষেত্রে গাড়ির এক্স শোরুম মূল্যের ৩০% টাকা  পরিমাণ ভর্তুকি পাবেন। সর্বোচ্চ ১ লাখ টাকা ভর্তুকি পাবেন।
  • গতিধারা প্রকল্প থেকে আপনি  কোন গাড়ি কিনলে রাজ্যের পরিবহন দপ্তর এর সাহায্যে গাড়ির পারমিট পাওয়ার ক্ষেত্রে  অগ্রাধিকার পাবেন। 

গতিধারা প্রকল্পের যোগ্যতা : Elegibility For Gatidhara Prakalpa 

  • পরিবারের যে কোনো ১ জনেই এই প্রকল্পের সুবিধা পাবেন। 
  • পরিবারের মাসিক ইনকাম ২৫০০০ এর কম থাকতে হবে। 
  • আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছর এর মধ্যে হতে হবে।  তবে  SC/ST ও OBC-দের জন্য ৫ বছর ও ৩ বছরের ছাড় আছে।
  • আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ড্রাইভিং লাইসেন্স: আবেদনকারীর অবশ্যই যে গাড়িটি কিনতে চান সেই  ক্যাটাগরির একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • আবেদনকারীকে  অবশ্যই Employment Bank এ  নাম লেখাতে হবে। (নাম নথিভুক্ত করুন এখানে  )

গতিধারা প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস : Documents Required For Gatidhara Prakalp

  • আবেদনপত্র: প্রথম আবেদনপত্র (অরিজিনাল দুই কপি) ,একটি সম্পূর্ণ এবং স্বাক্ষরিত আবেদনপত্র, যা পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট বা একটি মনোনীত অফিস থেকে পাওয়া যেতে পারে।
  • আবেদনকারীর আধার কার্ড (জেরক্স দুই কপি) বয়সের প্রমাণপত্র 
  • ভোটার কার্ড (Voter Card) ঠিকানার প্রমাণপত্র (জেরক্স দুই কপি)
  • আবেদনকারীর ব্যাংক একাউন্ট / Bank Passbook  (জেরক্স দুই কপি)
  • আবেদনকারীর ৬ কপি পাসপোর্ট সাইজ ফটো।
  • পারিবারিক আয়ের শংসাপত্র (জেরক্স দুই কপি)
  • স্বঘোষনাপত্র অর্থাৎ self-declaration certificate (জেরক্স দুই কপি)
  • পারমিট এর আবেদন পত্র (অরিজিনাল এক কপি)
  • আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভূক্ত থাকার প্রমাণ পত্র (জেরক্স দুই কপি)
  • গতিধারা প্রকল্পের সুবিধা প্রদানকারী ডিলার কর্তৃক প্রদত্ত গাড়ির জন্য কোটেশন।

কিভাবে গতিধারা প্রকল্পের জন্য আবেদন করবেন : How to apply Gatdhara Scheme 

সর্বপ্রথম আবেদনকারীকে দেখতে হবে যে গতিধারা প্রকল্পের জন্য যোগ্য বা  এলিজিবিলিটি আছে কি না।  এছাড়াও এই প্রকল্প সম্বন্ধে আরো তথ্য জানতে আপনার নিকটবর্তী R.T.O Office যোগাযোগ করতে পারেন।
যদি আপনি  গতিধারা প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য হন তাহলে  আপনার নিকটবর্তী যে গাড়ির ডিলার এইপ্রকল্পের সুবিধা প্রদানকারী ভাওয়াল তার সাথে যোগাযোগ করতে হবে। তারপর আপনি যে গাড়িটি কিনতে ইচ্ছুক সেই ডিলার ওই গাড়িটির কোটেশন সংগ্রহ করে রেখে দিন।

আপনাকে Annexure-I, Annexure-II এবং Annexure-III এই Form তিনটি Download করতে হবে।

যে ডকুমেন্ট গুলো উপরে বলা আছে  সি সমস্তে প্রয়োজনীয় ডকুমেন্ট  সংগ্রহ করুন, যার মধ্যে রয়েছে পরিচয় প্রমাণ, বাসস্থানের প্রমাণ, ড্রাইভিং লাইসেন্স, আয়ের প্রমাণ, গাড়ির নিবন্ধন শংসাপত্র, গাড়ির বীমা এবং ঋণের নথি (যদি প্রযোজ্য হয়)। সেগুলো নিয়ে পশ্চিমবঙ্গ পরিবহন পরিকাঠামো উন্নয়ন নিগম এর অফিসে  Form Fill Up করে জমা দিন এবং জমা দেওয়ার পর আপনাকে একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিন দেওয়া হবে

এর পরে  আপনার আবেদনপত্র অফিসে জমা দেওয়ার পর আপনার আবেদনপত্রটি কে ভালো করে যাচাই করা হবে এবং আবেদনটি পাশ হয়ে গেলে আপনার ফোন নাম্বারে  একটি মেসেজ আসবে যার দ্বারা আপনি জানতে পারবেন যে আপনার আবেদন পত্রটি অনুমোদিত হয়েছে। 

 এই  প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর এক মাসের মধ্যে আপনাকে গাড়িটি কিনে গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া টি সম্পন্ন করে নিতে হবে।

আশাকরি  আপনি গতিধারা প্রকল্প সম্মন্ধে সমস্ত তথ্য জানতে পেরেছেন , যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন , ধন্যবাদ। 

কিছু গুরুত্তপূর্ণ লিংক :
অফিসিয়াল ওয়েবসাইট - দেখুন 
গতিধারা স্কিম - দেখুন 
Gatidhara helpline number -    033-2262-5837


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url