মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৩ | India Post GDS Recruitment 2023
India Post GDS Recruitment 2023
ভারতীয় ডাক বিভাগ India Post GDS Recruitment Notification 2023 গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে মোট ৪০,৮৮৯টি শুন্যপদ ও পশ্চিমবঙ্গের জন্য ২১২৭টি শুন্যপদ রয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
GDS | Recruitment |
---|---|
পদের নাম | গ্রামীণ ডাক সেবক |
শুন্যপদ | ২১২৭টি পশ্চিমবঙ্গে |
বিজ্ঞপ্তি নাম্বার | 17-21/2023-GDS |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ |
আবেদন পদ্ধতি | অনলাইনের মাধ্যমে |
আবেদন মূল্য | Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না। |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৭শে জানুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ |
WB Post Office GDS Recruitment 2023
◪ অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর: 17-21/2023-GDS
◪ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 27/01/2023
◪ পদের নাম :
গ্রামীণ ডাক সেবক (GDS) ও ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)
◪ মাসিক বেতন :
গ্রামীণ ডাক সেবক এর জন্য প্রতি মাসে 10,000 থেকে 24,470 টাকা। ও ব্রাঞ্চ পোস্টমাস্টার এর জন্য প্রতি মাসে 12,000 থেকে 29,380 টাকা বেতন হবে।
◪ বয়সসীমা :
উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC,ST শ্রেণীরা ৫ বছরের, OBC শ্রেণীরা ৩ বছরের, PWD শ্রেণীরা ১০ থেকে ১৫ বছরের ছাড় পাবেন ।
◪ শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে।
◪ আবেদন পদ্ধতি :
https://indiapostgdsonline.gov.in/ এই অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন , অনলাইনে আবেদন করার সময় 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। ST, SC, PWD এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।
◪ কবে থেকে আবেদন করা যাবে :
আবেদন পক্রিয়া শুরু | ২৭শে জানুয়ারি ২০২৩ |
আবেদন পক্রিয়া শেষ | ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ |
◪ আবেদন করার লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url