পশ্চিমবঙ্গের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান তালিকা PDF | National Park in West Bengal

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF 

নমস্কার বন্ধুরা,
                     আজকের পোস্টে শেয়ার করবো  পশ্চিমবঙ্গের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান তালিকা PDF টি আমরা এই পোস্টটির মধ্যে শেয়ার করবো পশ্চিমবঙ্গের  কিছু উল্লেখযোগ্য অভয়ারণ্য তাদের অবস্থান, কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ঐ অভয়ারণ্যে কিছু বিখ্যাত প্রাণীর নাম। Wildlife Sanctuaries in West Bengal
পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF

Wildlife Sanctuaries in West Bengal

০১. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ 

☛ অবস্থিতঃ দক্ষিণ চব্বিশ পরগনা

☛ আয়তন   ৩৬২.৪ বর্গ কিঃমিঃ 

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬ 

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ কুমির, ভোঁদর, শুশুক, বন্যশূকর, বনমোরগ


০২. লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ দক্ষিণ চব্বিশ পরগনা

☛ আয়তন   ৩৮ বর্গ কিঃমিঃ 

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ কুমির, ভোঁদর, বিভিন্ন ধরনের জলচারী পাখি


০৩. হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ দক্ষিণ চব্বিশ পরগনা

☛ আয়তন   ৫.৯৫ বর্গ কিঃমিঃ 

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ কুমির, ভোঁদর, বন্যশূকর, নোনা জলের কুমির, রয়েল বেঙ্গল টাইগার


০৪. বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ উত্তর চব্বিশ পরগনা

☛ আয়তন   ০.৬৪ বর্গ কিঃমিঃ 

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৮০ 

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ চিতল হরিণ, নানারকম পাখি, বনবিড়াল


০৫. চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ জলপাইগুড়ি

☛ আয়তন   ৯.৬ বর্গ কিঃমিঃ 

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ এশীয় হাতি, বাঘ, সম্বর হরিণ, বন্য বরাহ


০৬. জোড়পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ দার্জিলিং

☛ আয়তন   ০.০৪ বর্গ কিঃমিঃ 

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৮৫

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হিমালয়ান স্যালামান্ডার


০৭. সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ দার্জিলিং

☛ আয়তন   ৩৮.৮৮ বর্গ কিঃমিঃ 

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হিমালয়ান ভল্লুক, হরিণ


০৮. মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ দার্জিলিং

☛ আয়তন   ১৫৮.০৪ বর্গ কিঃমিঃ 

☛প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬ 

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ এশীয় হাতি, বাঘ, কাকর হরিণ, চিতল হরিণ, সম্বর হরিণ


০৯. রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে

☛ আয়তন   ১.৩ বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৮৫

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ বক, পানকৌড়ি, ফিঙে, দোয়েল

☛ এটি কুলিক পখিরালয় নামেও পরিচিত


১০. রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ বর্ধমান

☛ আয়তন   ০.১৪ বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৮১

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ চিতল হরিণ


১১. বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ বীরভূম

☛ আয়তন   ২.০২ বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৭৭

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হরিণ, ময়ূর, বিভিন্ন ধরনের পাখি


১২. বেথুয়াডহরি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛অবস্থিতঃ নদীয়া

☛ আয়তন   ০.৬৭ বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৮০

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হরিণ, সাপ, সজারু, খরগোশ


১৩. বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ অলিপুরদুয়ার 

☛ আয়তন   ২৬৭.৯২ বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৮৬

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ এখানে এশীয় হাতি, বাঘ, গউর, বুনো শুয়োর, সম্বর হরিণ দেখা যায়। 


১৪. পশ্চিম সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্যঃ

☛ অবস্থিতঃ দক্ষিন ২৪ পরগনা 

☛ আয়তন   ৫৫৬.৪৫ বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ২০১৩

☛ উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ এখানে  বাঘ,  বুনো শুয়োর,  হরিণ দেখা যায়। 

National Parks in West Bengal

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য PDF


১.  সুন্দরবন জাতীয় উদ্যান 

☛ অবস্থিতঃ দক্ষিন ২৪ পরগনা  

☛ আয়তন   ১৩৩০.১০বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৮৪


২.  বক্সা  জাতীয় উদ্যান 

☛ অবস্থিতঃ অলিপুরদুয়ার   

☛ আয়তন   ১১৭.১০বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৯২


৩.  গরুমারা   জাতীয় উদ্যান 

☛ অবস্থিতঃ জলপাইগুড়ি    

☛ আয়তন   ৭৯.৪৫ বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৯৪


৪.  জলদাপাড়া  জাতীয় উদ্যান 

☛ অবস্থিতঃ আলিপুরদুয়ার     

☛ আয়তন   ২১৬.৫১ বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ২০১২


৫.  নেওড়া উপত্যকা  জাতীয় উদ্যান 

☛ অবস্থিতঃ দার্জিলিং    

☛ আয়তন   ৮৮ বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৮৬


৬.  সিঙ্গালীলা  জাতীয় উদ্যান 

☛ অবস্থিতঃ দার্জিলিং    

☛ আয়তন   ৭৬.৬০ বর্গ কিঃমিঃ

☛ প্রতিষ্ঠাকালঃ ১৯৯২


আরও পড়ুন :


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url