ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম PDF || ভারতের উচ্চতম, ভারতের দীর্ঘতম, ভারতের বৃহত্তম PDF
সুপ্রিয় পাঠকগণ ,
সাধারণ জ্ঞান General Knowledge এর একটি গুরুত্তপূর্ণ টপিক হলো ভারতের উচ্চতম, ভারতের দীর্ঘতম, ভারতের বৃহত্তম ইত্যাদি। এই টপিক থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। তাই এই গুরুত্তপূর্ণ টপিক এর সুন্দর তালিকা নিয়ে আজকের এই প্ৰতিবেদন।
ভারতের বৃহত্তম |
নাম |
বৃহত্তম গ্রন্থাগার |
ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা |
বৃহত্তম নগরী |
মুম্বাই |
বৃহত্তম মেলা |
কুম্ভ মেলা |
বৃহত্তম বন্দর |
মুম্বাই বন্দর |
বৃহত্তম জাদুঘর |
ভারতীয় জাদুঘর, কলকাতা |
বৃহত্তম মসজিদ |
জামা মসজিদ, দিল্লী |
বৃহত্তম গুহামন্দির |
ইলোরা, মহারাষ্ট্র |
বৃহত্তম মরুভূমি |
থর মরুভূমি, রাজস্থান |
বৃহত্তম উপহ্রদ |
চিল্কা হ্রদ, ওড়িশা |
বৃহত্তম স্বাদু জলের হ্রদ |
উলার হ্রদ, কাশ্মীর |
বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ |
সম্বর হ্রদ, রাজস্থান |
বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর |
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী |
বৃহত্তম রাজ্য (আয়তন) |
রাজস্থান |
বৃহত্তম রাজ্য (জনসংখ্যা) |
উত্তরপ্রদেশ |
বৃহত্তম জেলা |
কচ্ছ, গুজরাট |
বৃহত্তম চিড়িয়াখানা |
আলিপুর চিড়িয়াখানা, কলকাতা |
বৃহত্তম সমাধিসৌধ |
তাজমহল (আগ্রা, উত্তরপ্রদেশ) |
বৃহত্তম হিমবাহ |
সিয়াচেন |
বৃহত্তম মালভূমি |
দাক্ষিণাত্যের মালভূমি |
বৃহত্তম কারাগার |
তিহার সেন্ট্রাল জেল, দিল্লী |
বৃহত্তম ব-দ্বীপ |
সুন্দরবন |
ভারতের উচ্চতম |
নাম |
উচ্চতম পর্বতশৃঙ্গ |
কাঞ্চনজঙ্ঘা |
উচ্চতম জলপ্রপাত |
কুঞ্চিকল জলপ্রপাত, কর্ণাটক |
উচ্চতম মন্দির |
মীনাক্ষী মন্দির, মাদুরাই |
উচ্চতম রেলস্টেশন |
ঘুম, দার্জিলিং |
উচ্চতম বাঁধ |
তেহরি বাঁধ, উত্তরাখণ্ড |
উচ্চতম বিমানবন্দর |
কুশোক বাকুলা রিমপোচে, লেহ, লাদাখ |
উচ্চতম রেডিও স্টেশন |
লেহ রেডিও স্টেশন |
উচ্চতম স্তূপ |
সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ |
উচ্চতম সড়কপথ |
উমলিং লা পাস, লাদাখ |
উচ্চতম অট্টালিকা |
বিকাশ মিনার, দিল্লী |
উচ্চতম হ্রদ |
ছোলামু হ্রদ, সিকিম |
উচ্চতম দরজা |
বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি |
উচ্চতম স্ট্যাচু |
স্ট্যাচু অব ইউনিটি |
উচ্চতম সৌধ চূড়া |
কুতুবমিনার, দিল্লী |
ভারতের দীর্ঘতম |
নাম |
দীর্ঘতম বাঁধ |
হীরাকুদ বাঁধ, ওড়িশা |
দীর্ঘতম খাল |
ইন্দিরা গান্ধী খাল, রাজস্থান |
দীর্ঘতম জাতীয় সড়ক |
NH 44 |
দীর্ঘতম নদী |
গঙ্গা |
দীর্ঘতম উপনদী |
যমুনা |
দীর্ঘতম হিমবাহ |
সিয়াচেন |
দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম |
গোরক্ষপুর, উত্তরপ্রদেশ |
দীর্ঘতম নদী সেতু |
ভূপেন হাজারিকা সেতু, আসাম |
দীর্ঘতম ময়দান |
গড়ের মাঠ, কলকাতা |
দীর্ঘতম গুহা |
অমরনাথ, জম্মু ও কাশ্মীর |
দীর্ঘতম পর্বতমালা |
হিমালয় |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url