LIC AAO Recruitment 2023 || ভারতীয় জীবন বীমা নিগমে একাধিক নিয়োগ, বেতন ৫৬ হাজার টাকা || Lic ado salary 56000
The LIC AAO (Assistant Administrative Officer) recruitment process 2023 is one of the most highly anticipated events for aspiring insurance professionals in India. Recruitment of Assistant Administrative Officers (Generalist)
LIC AAO (Assistant Administrative Officer) পদে ৩০০ জন আফিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতবর্ষের যেকোনো গ্রাজুয়েটে প্রার্থী আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন কত টাকা লাগবে বেতন কত এই সমস্ত বিস্তারিত নিয়ে আজকের এই প্রতিবেদন।
পদের নাম :- Assistant Administrative Officer
মোট শূন্যপদ : - ৩০০ টি
চাকরির স্থান :- ভারতবর্ষের যেকোনো LIC ব্রাঞ্চ অফিসে ।
Lic ado salary বেতন :- পে-লেভেল অনুযায়ী প্রতি মাসে বেতন ৫৩,০০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স :- LIC AAO প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন মূল্য :- ST/SC/PWD প্রাথীদের জন্য ৮৫ /- টাকা। অন্যান্য সকল প্রার্থীদের জন্য ৭০০/- টাকা
আবেদন শুরু হবে :- ১৫ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে।
নিয়োগ পদ্ধতি :- LIC AAO (Assistant Administrative Officer) recruitment 2023 নিয়োগ প্রক্রিয়ায় সাধারণত তিনটি ধাপ থাকে প্রাথমিক পরীক্ষা, প্রধান পরীক্ষা এবং ইন্টারভিউ। সফলভাবে প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউ পর্যায়ের জন্য যোগ্য।
পরীক্ষার তারিখ :- প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক ধাপে যে পরীক্ষাটি হবে সেটা ১৭-২০ ফেব্রুয়ারী এএ হওয়ার সম্ভাবনা আছে। এর পরে প্রধান পরীক্ষা বা Main exam ১৮ মার্চ ২০২৩ এ হওয়ার সম্ভাবনা আছে।
গুরুত্তপূর্ণ লিংক লিংক নিচে দেওয়া হলো
Cisf Recruitment | Link |
---|---|
আবেদন করার লিংক | Click Here |
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
ভারতীয় রেলে নিয়োগ বিজ্ঞপ্তি | Click Here |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url