ভারতীয় রেলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | South Eastern Railway Apprentice Recruitment 2023
ভারতীয় রেলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | South Eastern Railway Apprentice Recruitment 2023
নমস্কার ,
বন্ধুরা নতুন বছরে গরম গরম চাকরির খবর নিয়ে এসেছি , খবরটা হচ্ছে যে - মাধ্যমিক পাশে প্রচুর সংখ্য়ায় শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway)। কর্মশালা এবং অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষানবিশ পদে নিয়োগ (South Eastern Railway Apprentice recruitment) করা হবে। এর জন্য অনলাইনে আবেদন জমা করা যাবে।
South Eastern Railway | Apprentice Recruitment 2023 |
---|---|
পদের নাম | Apprentice |
শুন্যপদ | ১৭৮৫টি |
শিক্ষাগত যোগ্যতা | আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। |
বয়সসীমা | ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন |
নিয়োগ পদ্ধতি | মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থীদের ট্রেড টেস্ট ও মেডিকেল ফিটনেস্ট টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে |
আবেদন পদ্ধতি | অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে , (http://www.rrcser.co.in/) |
আবেদন মূল্য | ১০০/- টাকা, তবে SC / ST / PWD / Women প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।১০০/- টাকা, তবে SC / ST / PWD / Women প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না। |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৭শে ডিসেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২রা ফেব্রুয়ারি ২০২৩ |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url