ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল তালিকা | Important Wars and Battels in Indian History
ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল তালিকা | Important Wars and Battels in Indian History
নমস্কার ,
বন্ধুরা আজকে আমরা পড়বো ভারতীয় ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ যুদ্ধ ও সাল কবে কার সাথে হয়েছিল , ইতিহাসের এই সাল নিয়ে আমরা খুব চিন্তত থাকি তার কারণ এতো যুদ্ধ এতো তারিখ মনে থাকে না এবং প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই নিচে টেবিল এর আকারে খুব সুন্দর করে দেওয়া আছে সেটা মন দিয়ে দেখে নিন.এবং শেষে কিছু টেস্ট থাকবে অবশই টেস্ট দিয়ে দেখে নিবেন আপনি কতগুলো করতে পারছেন , আর কমেন্ট করে জানাবেন কটা ঠিক হলো।
যুদ্ধ | সাল | প্রতিপক্ষ | বিজয়ী |
---|---|---|---|
হলদিঘাটের যুদ্ধ | ১৫৭৬ খ্রিঃ | আকবর ও মহারানা প্রতাপ | আকবর |
কলিঙ্গ যুদ্ধ | ২৬১ খ্রিঃ পূঃ | অশোক ও কলিঙ্গরাজ | অশোক |
ম্যারাথনের যুদ্ধ | ৪৯০ খ্রিঃ পূঃ | অ্যাথেন্স ও পারস্য | অ্যাথেন্স |
ওয়াটারলুর যুদ্ধ | ১৮১৫ খ্রিঃ | ইংল্যান্ড ও নেপোলিয়ন | ইংল্যান্ড |
তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ | ১৮১৭-১৯ খ্রিঃ | ইংরেজ ও মারাঠা | ইংরেজ |
প্রথম তরাইনের যুদ্ধ | ১১৯১ খ্রিঃ | পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘোরী | পৃথ্বীরাজ চৌহান |
চান্দেরি যুদ্ধ | ১৫২৮ খ্রিঃ | বাবর ও মেদনী রায় | বাবর |
ঘর্ঘরার যুদ্ধ | ১৫২৯ খ্রিঃ | বাবর ও আফগান শাসক | বাবর |
সুরজগরের যুদ্ধ | ১৫৩৪ খ্রিঃ | শেরশাহ ও মামুদ খাঁ | শেরশাহ |
চৌসার যুদ্ধ | ১৫৩৯ খ্রিঃ | শেরশাহ ও হুমায়ুন | শেরশাহ |
কনৌজের যুদ্ধ | ১৫৪০ খ্রিঃ | শেরশাহ ও হুমায়ুন | শেরশাহ |
দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ | ১৭৮০-৮৪ খ্রিঃ | হায়দার আলী ও ইংরেজ | হায়দার আলী |
তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ | ১৭৯০-৯২ খ্রিঃ | টিপু সুলতান ও ইংরেজ | ইংরেজ |
দ্বিতীয় পানিপথের যুদ্ধ | ১৫৫৬ খ্রিঃ | বৈরাম খাঁ ও হিমু | বৈরাম খাঁ |
তালিকোটার যুদ্ধ | ১৫৬৫ খ্রিঃ | বিজয়নগর ও সুলতানি রাজ্য | সুলতানি রাজ্য |
সামুগড়ের যুদ্ধ | ১৬৫৮ খ্রিঃ | ঔরঙ্গজেব ও দারসিকো | ঔরঙ্গজেব |
পলাশীর যুদ্ধ | ১৭৫৭ খ্রিঃ | ইংরেজ ও সিরাজউদ্দৌলা | ইংরেজ |
বিদরের যুদ্ধ | ১৭৫৯ খ্রিঃ | ইংরেজ ও ওলন্দাজ | ইংরেজ |
বন্দিবাসের যুদ্ধ | ১৭৬০ খ্রিঃ | ইংরেজ ও ফরাসি | ইংরেজ |
দেওরাই যুদ্ধ | ১৬৫৯ খ্রিঃ | ঔরঙ্গজেব ও দারসিকো | ঔরঙ্গজেব |
ভোপাল যুদ্ধ | ১৭৩৭ খ্রিঃ | প্রথম বাজীরাও ও নিজাম-উল-মূলক | প্রথম বাজীরাও |
গিরিয়ার যুদ্ধ | ১৭৪০ খ্রিঃ | আলীবর্দি খাঁ ও সরফরাজ খাঁ | আলীবর্দি খাঁ |
প্রথম কর্ণাটকের যুদ্ধ | ১৭৪৬-৪৮ খ্রিঃ | ইংরেজ ও ফরাসি বাহিনী | ফরাসি বাহিনী |
দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ | ১৭৪৯-৫৪ খ্রিঃ | ইংরেজ ও ফরাসি বাহিনী | ইংরেজ |
তৃতীয় কর্ণাটকের যুদ্ধ | ১৭৫৬-৬১ খ্রিঃ | ইংরেজ ও ফরাসী | ইংরেজ |
তৃতীয় পানিপথের যুদ্ধ | ১৭৬১ খ্রিঃ | ইংরেজ ও মারাঠা | ইংরেজ |
প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ | ১৭৭৫-৮২ খ্রিঃ | মারাঠা ও ওয়ারেন হেস্টিংস | মারাঠা |
দ্বিতীয় তরাইনের যুদ্ধ | ১১৯২ খ্রিঃ | পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘোরী | মহম্মদ ঘোরী |
চন্দবারের যুদ্ধ | ১১৯৪ খ্রিঃ | মহম্মদ ঘোরী ও জয়চাঁদ | মহম্মদ ঘোরী |
প্রথম পানিপথের যুদ্ধ | ১৫২৬ খ্রিঃ | বাবর ও ইব্রাহীম লোদী | বাবর |
খানুয়ার যুদ্ধ | ১৫২৭ খ্রিঃ | বাবর ও রানা সিংহ | বাবর |
চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ | ১৭৯৯ খ্রিঃ | টিপু সুলতান ও ইংরেজ | ইংরেজ |
দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ | ১৮০৩-০৫ খ্রিঃ | ইংরেজ ও সিন্ধিয়া | ইংরেজ |
একারগারের যুদ্ধ | ১৮০৫ খ্রিঃ | ব্রিটেন ও ফ্রান্স | ব্রিটেন |
প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ | ১৮৪৫-৪৬ খ্রিঃ | ইংরেজ ও খালসা শিখ বাহিনী | ইংরেজ |
দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ | ১৮৪৮-৪৯ খ্রিঃ | ইংরেজ ও শিখ বাহিনী | ইংরেজ |
কার্গিল যুদ্ধ | ১৯৯৯ খ্রিঃ | ভারত ও পাকিস্তান | ভারত |
হিদাসপিসের যুদ্ধ | ৩২৬ খ্রিঃ পূঃ | আলেকজান্ডার ও পুরুরাজ | আলেকজান্ডার |
পেলোপনেসিয়ান যুদ্ধ | ৪৩১ খ্রিঃ পূঃ | স্পার্টা ও অ্যাথেন্স | স্পার্টা |
বক্সারের যুদ্ধ | ১৭৬৪ খ্রিঃ | ইংরেজ ও মীরকাশিম | ইংরেজ |
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ | ১৭৬৭-৬৯ খ্রিঃ | হায়দার আলী ও ইংরেজ | ইংরেজ |
1/10
হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ?
2/10
চান্দেরি যুদ্ধ কবে হয়েছিল ?
3/10
খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল ?
4/10
প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল ?
5/10
কার্গিল যুদ্ধ কবে হয়েছিল ?
6/10
হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
7/10
ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
8/10
দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
9/10
তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
10/10
প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
Result:
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url