বিএসএফ নিয়োগ 2023 | BSF Recruitment 2023
BSF Recruitment 2023
বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ-এ ১৪১০টি পদে কনস্টেবল (ট্রেডসম্যান) নিয়োগ করা হবে। এই পদে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন চাওয়া হয়েছে। ভারতীয় নাগরিক হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে এবং ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল –
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যস্তু |
---|
সংস্থা | বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ |
পদের নাম | কনস্টেবল (ট্রেডসম্যান) |
শূন্য পদের সংখ্যা | পুরুষ – ১৩৪৩, মহিলা – ৬৭ |
কাজের স্থান | ভারত |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ITI থেকে দুই বছরের কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে |
❍পদের নাম :
কনস্টেবল (ট্রেডসম্যান)।
❍শুন্যপদ :
মোট শুন্যপদ ১৪১০টি।
পুরুষ প্রার্থীদের জন্য ১৩৪৩টি।
মহিলা প্রার্থীদের জন্য ৬৭টি।
- কবলার- ২৩টি পদ
- টেইলর- ১৩টি পদ
- প্লাম্বার- ২৩টি পদ
- পেইন্টার- ১৭টি পদ
- ইলেকট্রিশিয়ান- ১২টি পদ
- পাম্প অপারেটর- ১টি পদ
- ড্রটসম্যান- ৮টি পদ
- আপহলস্টার- ১টি পদ
- টিন স্মিথ- ১টি পদ
- বুচার- ১টি পদ
- কুক- ৪৮০টি পদ
- ওয়াটার ক্যারিয়ার- ২৯৪টি পদ
- ওয়াশার ম্যান- ১৩২টি পদ
- বার্বার- ৬০টি পদ
- সুইপার- ২৭৭টি পদ
- ওয়েটার- ৫টি পদ
- মালি- ২৬টি পদ
- খোজি- ৩৬টি পদ
❍শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ITI থেকে দুই বছরের কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
❍বয়সসীমা :
আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এসসি, এসটি প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন।
❍মাসিক বেতন :
মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
❍আবেদন পদ্ধতি :
প্রথমে বিএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in-এ যেতে হবে। হোম পেজে কনস্টেবল ট্রেডসম্যান পোস্ট লিঙ্কে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম। এর পর অ্যাপ্লিকেশন ফি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইউআর এবং ওবিসি প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং অথবা চালানের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url