সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যে গেস্ট টিচার নিয়োগ,আবেদন চলবে ৬ মার্চ পর্যন্ত
Jalpaiguri District Guest Teacher Recruitment 2023
পশ্চিমবঙ্গ আদিবাসি করলাম ও শিক্ষা পরিষদের অধীনস্থ একলব্য মডেল রেসিডেন্টাল স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।এখানে মোট ০২ টি শূন্যপদ রয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
পদের নাম :
Guest Teacher(Physics, Economics)
মোট শূন্যপদ :
মোট শূন্যপদ- ২ টি। (Physics-১টি ও Economics-১টি )
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ B.Ed পাশ করে থাকলে তবে আবেদন করতে পারবেন।
বয়সসীমা :
১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :
প্রতিমাসে ১২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :
এই Recruitment এর Application Process টি সম্পূর্ণ রুপে Offline এর মাধ্যমে সম্ভব । নিম্নে Application Process সম্পর্কে Step by Step আলোচনা করা হল।
- Download Section থেকে Application Form টি Download করে নিন।
- A4 Size Page এ Print Out বের করুন।
- প্রয়োজন অনুযায়ী Application Form টি পূরণ করুন।
- প্রয়োজনীয় Document গুলি Attache করুন।
- একবার দেখে নিন সমস্ত কিছু ঠিক আছে কি না।
- যদি ঠিক থাকে তাহলে নিম্নে প্রদান করা ঠিকানায় পাঠিয়ে দিন।
নিয়োগ পদ্ধতি :
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
Project Officer Cum-District Welfare Officer, Backward classes Welfare & Tribal Development Department, Shivaji Road, Hakimpara, PO & Dist- Jalpaiguri, PIN- 735101
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ২৩ই ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৬ই মার্চ ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url