পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2023 , এখুনি আবেদন করুন প্রতিমাসে বেতন ১৫ হাজার টাকা
Rupashree Prakalpa Recruitment 2023
রাজের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ রাজ্যের আরও একটি জেলা থেকে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনি সরকারি প্রকল্পে চাকরি করতে চান তাহলে আপনার জন্য খুবই খুশির খবর। Jhargram District Magistrate এবং Collector Office এর পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় Accountant এবং DEO পদে কর্মী নিয়োগের জন্য। শুধু মাত্র Jhargram District এর যোগ্য আবেদনকারীরা আবেদন করতে পারেন এই Recruitment এর জন্য । জানুন বিস্তারিত।
Jhargram | Rupashree Prakalpa |
---|---|
Recruiting Organization | Jhargram DM Office |
Post Name | DEO and Accountant |
Vacancy | 04+01= 05 |
Salary | 15,000 |
Job Location | Jhargram |
Job Type | Govt. Job |
Last Date | 02/03/2023 |
Mode Of Application | Offline |
Official Website | https://jhargram.gov.in |
❖বিজ্ঞপ্তিঃ নম্বর - 19/RUP/JGM
পদের নাম :
Data Entry Operator (ডাটা এন্ট্রি অপারেটর)।
❖মোট শূন্যপদ :
৪ টি। (SC)
❖শিক্ষাগত যোগ্যতা :
প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ, টাইপিং স্পিড এবং কমপক্ষে ০১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
❖বয়স :
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
❖মাসিক বেতন :
প্রতিমাসে ১১,০০০/- টাকা।
❖পদের নাম :
Accountant (একাউন্ট্যান্ট)।
❖মোট শুন্যপদ :
০১টি।
❖শিক্ষাগত যোগ্যতা :
আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্নাতকে Commerce Honours সহ Computer MS+Tally এবং সরকারি বা বেসরকারি যে কোনো সংস্থায় 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
❖বয়স :
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
❖মাসিক বেতন :
প্রতিমাসে ১৫,০০০/- টাকা
❖নিয়োগ পদ্ধতি :
প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
❖আবেদন পদ্ধতি :
এই Recruitment এর Application Process টি সম্পূর্ণ রুপে Offline এর মাধ্যমে সম্ভব । নিম্নে Application Process সম্পর্কে Step by Step আলোচনা করা হল।
- Download Section থেকে Application Form টি Download করে নিন।
- A4 Size Page এ Print Out বের করুন।
- প্রয়োজন অনুযায়ী Application Form টি পূরণ করুন।
- প্রয়োজনীয় Document গুলি Attache করুন।
- একবার দেখে নিন সমস্ত কিছু ঠিক আছে কি না।
- যদি ঠিক থাকে তাহলে নিম্নে প্রদান করা ঠিকানায় পাঠিয়ে দিন।
❖আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
Rupashree Cell, Office of the District Magistrate, Jhargram.
❖গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২রা মার্চ ২০২৩ |
❖গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন ফর্ম | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url