বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম এবং কাজ PDF || Measuring Instruments list PDF

 বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম এবং কাজ  PDF || Measuring Instruments list pdf

প্রিয়া পাঠকেরা ,

                     আজ Measuring Instruments এর বিভিন্ন যন্ত্রের নাম ও তাদের কি কি  ব্যাবহার আমরা জেনে নিবো। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক এর ওপর প্রায় প্রশ্ন এসে থাকে।   বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম এবং কাজ  এই প্রতিবেদনটি খুব সুন্দর একটি টেবিল এর আকারে দেওয়া হলো এবং কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো যাতে তোমাদের পড়তে ও মনে রাখতে সুবিধা হয়।  

Measuring Instruments list

যন্ত্র সমূহ ব্যবহার
ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র
ইলেক্ট্রোস্কোপ স্থির তড়িৎ পরিমাপের যন্ত্র
অ্যামমিটার বিদ্যুৎপ্রবাহ পরিমাপক যন্ত্র
অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ ও শক্তি মাপার যন্ত্র
অল্টিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র
অপটোমিটার দৃষ্টিশক্তি পরীক্ষা করার যন্ত্র
অডিওমিটার শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র
অক্সিলোমিটার ত্বরণ পরিমাপক যন্ত্র
ওহম মিটার পরিবাহীর রোধ পরিমাপক যন্ত্র
কার্ডিওগ্রাফ হৃদপিণ্ডের গতিপ্রকৃতি লিপিবদ্ধ করার যন্ত্র
ক্যালরিমিটার তাপ পরিমাপক যন্ত্র
ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের গতি নির্ণায়ক যন্ত্র
ক্রোনোমিটার দ্রাঘিমা / সুক্ষ সময় পরিমাপ যন্ত্র
গ্যালভানোমিটার সূক্ষ্ণ মাপের বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র
জাইরোকম্পাস জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র
টেনসিওমিটার তরলের পৃষ্ঠটান পরিমাপে ব্যবহৃত যন্ত্র
ট্যাকোমিটার ঘূর্ণনের দ্রুতি পরিমাপক যন্ত্র
ডেন্ড্রোমিটার গাছের বিভিন্ন বৃদ্ধি পরিমাপক যন্ত্র
তুলাযন্ত্র বস্তুর ভর সুক্ষ ভাবে নির্ণয়ের যন্ত্র
থার্মোস্ট্যাট বৈদ্যুতিক যন্ত্রের তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র
পাইরোমিটার সূর্যের উত্তাপ নির্ণায়ক
পেডোমিটার হেঁটে অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র
পোটেনশিওমিটার তড়িৎচালক ক্ষমতা পরিমাপক যন্ত্র
ফটোমিটার আলোক উৎসের দীপন প্রাবল্য পরিমাপের যন্ত্র
ফ্যাদোমিটার জলের গভীরতা পরিমাপক যন্ত্র
হেলিওস্কোপ চোখের ক্ষতি না করে সূর্য পর্যবেক্ষণের যন্ত্র
হেলিওগ্রাফ সূর্যরশ্মির তীব্রতা পরিমাপক যন্ত্র
হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র
হাইড্রোটিমিটার জলের খরতা পরিমাপক যন্ত্র
হাইগ্রোমিটার বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্র
স্লাইড ক্যালিপার্স বস্তুর দৈর্ঘ্য,চোঙ বা বেলনের উচ্চতা,গোলকের ব্যাস নির্ণয়ে ব্যবহৃত হয়
স্ফিগমোম্যানোমিটার মানব দেহের রক্তচাপ পরিমাপক যন্ত্র
স্প্রিডোমিটার দ্রুতি পরিমাপে ব্যবহৃত যন্ত্র
সেক্সট্যান্ট সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র
সিসমোগ্রাফ ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র
সায়ানোমিটার আকাশ বা মহাকাশের নীল রং -এর গাঢ়ত্ব পরিমাপক যন্ত্র
সাইটোমিটার কোষ গণনার যন্ত্র
ল্যাকটোমিটার দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র
রেইনগেজ বৃষ্টিপরিমাপক যন্ত্র
রিফ্রাকটোমিটার প্রতিসরাঙ্ক পরিমাপক যন্ত্র
রিখটার স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপে ব্যবহৃত হয়
ম্যানোমিটার বায়ু চাপ পরিমাপক যন্ত্র
মিটার স্কেল দৈর্ঘ্য পরিমাপ করার সরল যন্ত্র
মাইক্রোস্কোপ ক্ষুদ্র বস্তুকে বিবর্ধিত করে দেখার যন্ত্র
ভোল্টমিটার বিভব প্রভেদ নির্ণায়ক যন্ত্র
ভেলাটোমিটার বেগ পরিমাপক যন্ত্র
ভিস্কোমিটার সান্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয়
ব্রঙ্কোস্কোপ শ্বাসনালী পরীক্ষার যন্ত্র
ব্যারোমিটার বায়ুচাপ পরিমাপক যন্ত্র
বোলোমিটার বিকীর্ণ শক্তি বা অবলোহিত আলো পরিমাপের যন্ত্র
তরলের চাপ মাপার যন্ত্রের নাম কি?

তরল পদার্থের ঘনত্ব নির্ণয়ের যন্ত্রের নাম হাইড্রোমিটার।

বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি?

বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিনোমিটার।

গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

ম্যানোমিটার।

ভর মাপার যন্ত্রের নাম কি ?

বস্তুর ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্র দিয়ে।

হার্টবিট মাপার যন্ত্রের নাম কি ?

পালস অক্সিমিটার।

বায়ুর আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্রের নাম কি ?

হাইগ্রোমিটার।

রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ?

স্ফিগমোম্যানোমিটার।

বৃষ্টি মাপার যন্ত্রের নাম কি?

রেইন গেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url