উচ্চমাধ্যমিক পাশে কর্মচারীদের ভবিষ্যত তহবিল সংস্থায় ২,৮৫৯টি শূন্যপদে নিয়োগ | EPFO Social Security Assistant Recruitment 2023
EPFO Social Security Assistant Recruitment 2023
কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) -এর মাধ্যমে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্ট্রেনোগ্ৰাফার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে ২৮৫৯টি শুন্যপদে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্ট্রেনোগ্ৰাফার নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
▣পদের নাম :
Stenographer (স্ট্রেনোগ্ৰাফার)।
▣শুন্যপদ :
মোট শুন্যপদ -১৮৫ টি।
▣শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
▣বয়স :
প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন :
পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
▣পদের নাম :
Social Security Assistant (SSA)
▣মোট শূন্যপদ :
২৬৭৪ টি।
▣শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :
পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা।
▣আবেদন পদ্ধতি :
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ।
▣আবেদন ফি :
আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৭০০/- টাকা ও SC/ ST/ PWD/ Female প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
▣নিয়োগ পদ্ধতি :
এখানে প্রার্থীদের দুটি লিখিত পরীক্ষা প্রিলিমিনারী এবং মেইনস এর মাধ্যমে নিয়োগ করানো হবে, তার সাথে স্কিল টেস্ট নেওয়া হবে।
▣গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ২৭ই মার্চ ২০২৩ |
আবেদন পক্রিয়া শেষ | ২৬ই এপ্রিল ২০২৩ |
▣গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url