উচ্চমাধ্যমিক পাশে কর্মচারীদের ভবিষ্যত তহবিল সংস্থায় ২,৮৫৯টি শূন্যপদে নিয়োগ | EPFO Social Security Assistant Recruitment 2023

  EPFO Social Security Assistant Recruitment 2023 

কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) -এর মাধ্যমে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্ট্রেনোগ্ৰাফার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে ২৮৫৯টি শুন্যপদে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্ট্রেনোগ্ৰাফার নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

▣পদের নাম :

Stenographer (স্ট্রেনোগ্ৰাফার)।

 ▣শুন্যপদ :

মোট শুন্যপদ -১৮৫ টি।

শিক্ষাগত যোগ্যতা :

 যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স :

প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

 মাসিক বেতন :

পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন  ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
EPFO Social Security Assistant Recruitment 2023


পদের নাম :

 Social Security Assistant (SSA)

মোট শূন্যপদ :

২৬৭৪ টি।

শিক্ষাগত যোগ্যতা :

 যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

 মাসিক বেতন  :

 পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা।


আবেদন পদ্ধতি :

 ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ।

আবেদন ফি :

 আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৭০০/- টাকা ও SC/ ST/ PWD/ Female প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। 

নিয়োগ পদ্ধতি :

 এখানে প্রার্থীদের দুটি লিখিত পরীক্ষা প্রিলিমিনারী এবং মেইনস এর মাধ্যমে নিয়োগ করানো হবে, তার সাথে স্কিল টেস্ট নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ২৭ই মার্চ ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ২৬ই এপ্রিল ২০২৩


গুরুত্বপূর্ণ লিঙ্ক  :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন


✓আরও চাকরির খবর দেখুন :


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url