মাধ্যমিক পাসে কনস্টেবল নিয়োগ, মোট ৯২১২টি শূন্যপদ | CRPF Constable Recruitment 2023

 CRPF Recruitment 2023: ৯২১২ টি শুন্য পদে CRPF এ নিয়োগ চলছে, দেখেনিন আবেদন করার যোগ্যতা ও পদ্ধতি

নমস্কার বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্সের তরফে CRPF Constable Recruitment 2023 বিজ্ঞাপ্তি  প্রকাশিত হয়েছে। এখানে মোট  ৯২১২টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।


নিয়োগ সংস্থা Central Reserve Police Force (CRPF)
পদের নাম Constable (Technical and Tradesman)
মোট শূন্যপদ ৯২১২ টি
চাকরির ধরন সরকারি চাকরি
আবেদন মোড Online

CRPF Constable Recruitment 2023


পদের নাম :

কনস্টেবল (ট্রেডসম্যান / টেকনিক্যাল)।

শূন্যপদ :

 মোট শূন্যপদ - ৯,২১২টি। পশ্চিমবঙ্গের সিট সংখ্যা ৭০৭টি

    পুরুষ - ৯১০৫ টি।
    মহিলা - ১০৭ টি।

শিক্ষাগত যোগ্যতা :

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এর কনস্টেবল পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকতে হবে।

বয়সসীমা :

১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন :

 পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা।

আবেদন পদ্ধতি :

 ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

এখানে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PWD পর্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। আবেদনকারীরা এখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেভিড কার্ডের মাধ্যমে আবেদন ফী জমা করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি :

  • Computer Based Test
  • Physical Standard Test (PST)
  • Physical Efficiency Test (PET)
  • Trade Test
  • Document Verification
  • Medical Examination

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ২৭ই মার্চ ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ২৫ই এপ্রিল ২০২৩
এডমিট কার্ড ডাউনলোড ২০/০৬/২০২৩ - ২৫/০৬/২০২৩
 Computer Based Test (Tentative) 01/07/2023 to 13/07/2023

গুরুত্বপূর্ণ লিঙ্ক :


অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন


✓আরও চাকরির খবর দেখুন :


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url