হুগলী জেলায় আশা কর্মী নিয়োগ,মোট ৭৪টি শূন্যপদ – এক্ষুনি আবেদন করুন

 হুগলী জেলায় আশা কর্মী নিয়োগ ২০২৩ | Hooghly Asha Karmi Recruitment 2023

নমস্কার ,
           হুগলী জেলার প্রার্থীরা  তোমাদের জন্য সুখবর  একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরীর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।  আমরা আজকে হুগলী জেলার চন্দননগর এবং আরামবাগ মহকুমায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি আলোচনা করবো। 
এখানে মোট ৭৪ টি শূন্যপদ রয়েছে। এখানে শুধু মাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা  হল। 
Hooghly District ASHA Karmi Recruitment 2023


◉বিজ্ঞপ্তি নাম্বার :

 565/SDO/JLD

◉পদের নাম :

আশা কর্মী। (Asha Karmi)

◉শুন্যপদ :

৭১টি।

◉শিক্ষাগত যোগ্যতা :

Hooghly District ASHA Karmi Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা  যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে।

◉বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা :

➧প্রার্থীদের বয়স ০১/০১/২০২৩ তারিখে অবশ্যই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

➧তফশিলি জাতি ও তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ০১/০১/২০২৩ তারিখে অবশ্যই ২২ থেকে ৪০ বছরের মধ্য়ে হতে হবে।
কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।

➧আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।

➧প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।

➧প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল বা উচ্চতর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে৷

➧তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি ভুক্ত প্রার্থীদের জাতির শংসাপত্রের জেরক্স কপি দাখিল করতে হবে।

➧গ্রেড ওয়ান ও গ্রেড টু উত্তীর্ণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্তরা এবং লিঙ্ক ওয়ার্কাররা অগ্রাধিকার পাবেন। সেক্ষেত্রে শংসাপত্রের জেরক্স দাখিল করতে হবে।

➧যে এলাকায় জনসংখ্যার অধিকাংশই ST/SC-এর অন্তর্গত, নির্বাচনের মানদণ্ড ঠিক রেখে সেই বিভাগের মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।

◉আবেদন পদ্ধতি :

Hooghly District ASHA Karmi Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে  আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর  পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

◉আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

(যে ব্লকে আবেদন করতে চান সেখানে জমা করতে হবে)..

The Block Development Officer, ____ Devlopment Block. At_____ B.D.O Office, At____P.O____P.S___, Dist: Hooghly (W.B) Pin-____ 


◉গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন পক্রিয়া শুরু ৩রা মার্চ ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ২৪ই মার্চ ২০২৩

◉গুরুত্তপূর্ণ লিংক : 

আরামবাগ - নোটিফিকেশন ডাউনলোড
চন্দননগর - নোটিফিকেশনম ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন




✓আরও চাকরির খবর দেখুন :


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url