WBCS ২০২৩ এর বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন যোগ্যতা পরীক্ষার ধরন ও সিলেবাস সম্পর্কে খুঁটিনাটি তথ্য
WBCS 2023 Notification pdf
নমস্কার বন্ধুরা,
বহু প্রতীক্ষার পর WBCS 2023 এর বিজ্ঞপ্তি প্রকাশ করল পি এস সি। WBPSC তথা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন । আপনারা যারা WBCS 2023 এর নোটিফিকেশন এর অপেক্ষায় ছিলেন সেই সকল বন্ধুদের জন্য বিশাল সুখবর তাহলে আর দেরি না করে জেনে নিন WBCS এর নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য।
⬤ পদের নাম :
Group-A তে যে সমস্থ পদ গুলি আছে -
- ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ
- অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস
- ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস
- ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস
- ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস
- ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস
Group-B তে যে সমস্থ পদ গুলি আছে -
- ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস
Group-C তে যে সমস্থ পদ গুলি আছে -
- সুপারিন্টেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল সুপারি়টেডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম
- জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার
- ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস
- ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস
- ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস
- অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার
- জয়েন্ট রেজিস্ট্রার (ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন, কনজিউমার অ্যাফেয়ার্স দফতর
- অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার
- চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
Group-D তে যে সমস্থ পদ গুলি আছে -
- ইনস্পেক্টর অব কো-অপারেটিভ সোসাইটি
- পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার
- রিহ্যাবিলিটেশন অফিসার
⬤ শিক্ষাগত যোগ্যতা :
প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। এছাড়াও বাংলা ভাষায় কথা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে (নেপালি ভাষীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়)।
⬤ বয়সসীমা :
১লা জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী যে সমস্থ প্রার্থীর বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে। SC/ ST শ্রেণীর প্রার্থীরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন, এবং OBC প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পাবেন।
Group | বয়স |
---|---|
Group-A | ২১ বছর থেকে ৩৬ বছর |
Group-B | ২০ বছর থেকে ৩৬ বছর |
Group-C | ২১ বছর থেকে ৩৬ বছর |
Group-D | ২১ বছর থেকে ৩৯ বছর |
⬤ মাসিক বেতন :
Group | মাসিক বেতন |
---|---|
Group-A | ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা |
Group-B | ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা |
Group-C | ৩৫,৮০০ টাকা থেকে ১,০৯,৮০০ টাকা |
Group-D | ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা |
⬤ আবেদন পদ্ধতি :
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনাকে প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে www.wbpsc.gov.in রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে একটি রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড আসবে। ওই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। আর যদি আপনার আগে রেজিস্ট্রেশন করা থাকে , তাহলে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে না আপনি আগের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগইন আবেদন করতে পারবেন।
⬤ আবেদন মূল্য :
General ও OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য ২১০ টাকা। SC/ST/PWD প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না।
⬤ প্রার্থী বাছাই পদ্ধতি:
প্রিলিমিনারি, মেইন পরীক্ষা ও পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
❍গুরুত্তপূর্ণ তারিখ :
আবেদন পক্রিয়া শুরু | ২৮ই ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন পক্রিয়া শেষ | ২১শে মার্চ ২০২৩ |
❍প্রয়োজনীয় লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
রেজিষ্ট্রেশন এর জন্য | ক্লিক করুন |
লগইন এর জন্য | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url