বন সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | Bana Sahayak Recruitment 2023
বন সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | Bana Sahayak Recruitment 2023
পশ্চিমবঙ্গে বন সহায়ক নিয়োগ ২০২৩ প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য দারুন সুযোগ এনে দিল। আগামী ৭ দিনের মধ্যে ফর্ম জমা করতে হবে। রাজ্য সরকারের বনবিভাগে দুই হাজার (২,০০০) শূন্যপদে বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এইট পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের ২৩ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
যদি আপনি এর আগে ২০২০ সালে বন সহায়ক পদে ইন্টারভিউ দিয়ে থাকেন এবং নাম্বার ভালো থাকে। তাহলে আপনার নাম নতুন তালিকা তে আসতে পারে। কারণ আবার আপনি ফর্ম ফিলাপ করতে পারবেন তাছাড়া নতুন যে সমস্ত আবেদনকারী রয়েছে তারাও এবার ইন্টারভিউ এর সুযোগ পাবে। ফর্ম জমা দেওয়ার টাইম দেওয়া হয়েছে মোট সাত দিন।
কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নতুন বন সহায়ক পদের মেধা তালিকা প্রকাশ করার সময় দেয়া হয়েছে দুই মাস। আর এই দুই মাসের মধ্যে পুরনো তালিকা বাতিল করে নতুন করে মেধা তালিকা প্রকাশ করলে অনেক পুরনো ছেলে বাদ যেতে পারে এবং নতুন ছেলের নাম নতুন তালিকায় আসতে পারে। তাই অনেকের চাকরির সুযোগ এবার রয়েছে।
➣ পদের নাম :
এখানে পশ্চিমবঙ্গের বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন জেলার ফরেস্ট অফিসে চুক্তিভিত্তিক বন সহায়ক পদে নিয়োগ করা হবে।
➣ শুন্যপদ :
২০০০টি।
➣ মাসিক বেতন :
১০,০০০/- টাকা।
➣ শিক্ষাগত যোগ্যতা :
অষ্টম শ্রেণি পাশ।
➣ বয়সসীমা :
১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
➣প্রার্থী বাছাই প্রক্রিয়া :
ইন্টারভিউ এর মাধ্যে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।
বন সহায়ক ইন্টারভিউ এর সিলেবাস |
---|
বাংলা বা যেকোনো অফিশিয়াল ভাষা পড়ার ক্ষমতা | ৩০ নম্বর |
বাংলা বা অফিশিয়াল ভাষা যেকোনো লেখার ক্ষমতা | ৩০ নম্বর |
ইংরেজি বা হিন্দি পড়ার ক্ষমতা | ১০ নম্বর |
সাধারণ জ্ঞান মৌখিক পরীক্ষা | ২০ নম্বর |
বনায়নের জন্য ব্যক্তিত্বের ফিটনেস | ১০ নম্বর |
মোট | ১০০ নম্বর |
➣ আবেদন পদ্ধতি :
আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একজোট করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় (বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়) আবেদনপত্র জমা করতে হবে।
➣ কী কী প্রয়োজন আবেদনের জন্য:
বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র, জাতিগত শংসাপত্রেরও প্রমাণ প্রয়োজন।
➣ আবেদনের শেষ তারিখ :
বিজ্ঞপ্তি প্রকাশের দিন অর্থাৎ ১৯শে মে তারিখ থেকে ৭টি কাজের দিনের মধ্যে আবেদন করতে হবে।
বসবাসকারীর জেলা | আবেদন করুন |
---|---|
বীরভূম | মুখ্য বনপাল, দক্ষিণ-পূর্ব |
পশ্চিম বর্ধমান | মুখ্য বনপাল, দক্ষিণ-পূর্ব |
পূর্ব বর্ধমান | মুখ্য বনপাল, দক্ষিণ-পূর্ব |
হুগলী | মুখ্য বনপাল, সংরক্ষণ ও প্রসারণ |
হাওড়া | মুখ্য বনপাল, সংরক্ষণ ও প্রসারণমুখ্য বনপাল, সংরক্ষণ ও প্রসারণ |
কলকাতা | মুখ্য বনপাল, সংরক্ষণ ও প্রসারণ |
দক্ষিণ ২৪ পরগণা | মুখ্য বনপাল ও ক্ষেত্র অধিকর্তা, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প |
উত্তর ২৪ পরগণা | মুখ্য বনপাল ও ক্ষেত্র অধিকর্তা, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প |
নদীয়া | মুখ্য বনপাল ও ক্ষেত্র অধিকর্তা, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প |
মুর্শিদাবাদ | মুখ্য বনপাল ও ক্ষেত্র অধিকর্তা, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প |
মালদহ | মুখ্য বনপাল, বন্যপ্রাণ (উত্তর) |
উত্তর দিনাজপুর | মুখ্য বনপাল, বন্যপ্রাণ (উত্তর) |
দক্ষিণ দিনাজপুর | মুখ্য বনপাল, বন্যপ্রাণ (উত্তর)মুখ্য বনপাল, বন্যপ্রাণ (উত্তর) |
বাঁকুড়া | মুখ্য বনপাল, দক্ষিণ-পশ্চিম |
পুরুলিয়া | মুখ্য বনপাল, দক্ষিণ-পশ্চিম |
পূর্ব মেদিনীপুর | মুখ্য বনপাল, পশ্চিম চক্র |
পশ্চিম মেদিনীপুর | মুখ্য বনপাল, পশ্চিম চক্র |
ঝাড়গ্রাম | মুখ্য বনপাল, পশ্চিম চক্র |
আলিপুরদুয়ার | মুখ্য বনপাল ও ক্ষেত্র অধিকর্তা, বক্সা ব্যাঘ্র প্রকল্প |
জলপাইগুড়ি | মুখ্য বনপাল, উত্তর চক্র |
কুচবিহার | মুখ্য বনপাল, উত্তর চক্র |
দার্জিলিং | মুখ্য বনপাল, পার্বত্য অঞ্চল |
কালিম্পং | মুখ্য বনপাল, পার্বত্য অঞ্চল |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url