এখানে ক্লিক করলেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে wbresults-nic-in
মাধ্যমিক রেজাল্ট ২০২৩ | WBBSE Madhyamik Result 2023 Check Online | wbresults-nic-in
আজকেই সেই দিন যা স্বপ্ন নিয়ে জীবনের প্রথম বোর্ড পরিক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষার ফলাফল দেখার যেন অনেক অপেক্ষায় ছিলাম আমি ও আমারদের পরিবার তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে দেখবো আমার মাধ্যমিক রেজাল্ট টি। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অনলাইনে সহজেই দেখা যায় তাছাড়া এই পোস্টটিতে অনলাইন এবং এসএমএস মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি খুব সহজভাবে উপস্থাপন করা আছে।
এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে চলে ৪ মার্চ পর্যন্ত। মাধ্যমিকে অংশগ্রহণ করে ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইঙ্গিত মিলেছিল, মাধ্যমিকের ফলপ্রকাশে গতি আনতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখব
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এবং wbbse.wb.gov.in -এ ভিজিট করে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবেন।
অনলাইনে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি
- প্রথমে পর্ষদের অফিশিয়াল রেজাল্ট দেখার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।(Website: wbresults.nic.in )
- এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি দেখতে পাবেন “Latest Announcement” লেখা একটি অংশ। যেখানে “Madhyamik Pariksha (SE) Results- Year 2023” লেখা আরও একটি অংশ আছে সেই লেখার উপর ক্লিক করুন।
- এরপরে আরও একটি নতুন পেজ খুলে যাবে সেই পেজে “জন্মতারিখ” এবং “রেজিস্ট্রেশন নং” লিখতে হবে।
- এরপর “DOB” এবং “Registration Number” ভালো করে মিলিয়ে নিতে হবে যাতে ভুল না হয়।
- এরপরে ‘Submit’ বাটনে ক্লিক করলেই মাধ্যমিক 2023 রেজাল্ট দেখা যাবে।
SMS মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি
WB10<space>Roll. No. লিখে ম্যাসেজটি 5676750 নম্বরে পাঠাতে হবে।
তাহলেই SMS মাধ্যমে রেজাল্ট চলে আসবে।
মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট
🌐www.wbbse.wb.gov.in
🌐www.wbresults.nic.in
🌐www.exametc.com
🌐www.indiaresults.com
🌐www.jagaranjosh.com
🌐www.results.shiksha
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url