মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক নিয়োগ | WB GDS Recruitment 2023
পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 | WB GDS Recruitment 2023
আপনি কি দশম শ্রেণী পাশে সরকারী চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। নতুন নোটিফিকেশন বের হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে ১২,৮২৮ টি শুন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের জন্য ৪৫টি শুন্যপদ রয়েছে। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য।
নোটিফিকেশন নম্বর: 17-31/2-23-GDS
📮 পদের নাম :
গ্রামীণ ডাক সেবক।
📮 শুন্যপদ :
পশ্চিমবঙ্গের জন্য মোট শুন্যপদ ৪৫টি।
📮 বয়সসীমা:
১১ জুন ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
📮 যোগ্যতা:
কোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ। ম্যাথমেটিক্স এবং ইংরেজি কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসাবে দশম শ্রেণি স্তরে পড়ে থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
📮 আবেদন পদ্ধতি :
আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করার লিংক নীচে দেওয়া হয়েছে।
📮 আবেদন মূল্য :
১০০/- টাকা, তবে মহিলা/ SC/ ST/ PWD/ Transwomen প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।
📮 বেতন :
BPM ক্যাটাগরির প্রার্থীদের 12,000 থেকে 29,380 টাকা বেতন দেওয়া হয়ে থাকে।
অন্যদিকে, ABPM ক্যাটাগরির প্রার্থীদের 10,000 থেকে 24,470 টাকা বেতন দেওয়া হয়ে থাকে।
📮 নিয়োগ পদ্ধতি :
এখানে, প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়। সেই মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হয়।
📮 গুরুত্বপূর্ণ তারিখ :
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২শে মে ২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ১১ই জুন ২০২৩ |
📮 গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
Circlewise Posts Notified | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url