WB ANM GNM 2024 এর সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এক ক্লিক এ
West Bengal ANM ও GNM 2024 কোর্সে আবেদন ও ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য
উচ্চ মাধ্যমিকের পর অনেকেই কেরিয়ার নিয়ে বিভ্রান্ত থাকেন। ১০+২ এর পর কি নিয়ে পড়বেন তা স্থির করতে না পেরে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কোনো বিষয়ে নলেজ না থাকলে সেই বিষয় নিয়ে পড়লেও অনেক সময় চাকরি পেতে অসুবিধার মধ্যে পড়তে হয় ছাত্র-ছাত্রীদের। আজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে কোর্সটি পড়লে কাজের অভাব তো হয়ই না বরং দিন দিন এই কোর্সে পড়ার চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ ক্রমশ বেড়েই চলেছে।
বর্তমানকালে চাকরিপ্রার্থীদের কাছে ANM GNM Course টি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে (বিশেষত ছাত্রীদের ক্ষেত্রে)। কারণ এই ANM GNM Course টি পাশ করলেই চাকরি প্রার্থী সরাসরি নিজের Career Staff Nurse তথা তৎসংলগ্ন Medical Field অন্যান্য গুরুত্বপূর্ণ Post এ শুরু করতে পারে। যদি আপনিও ভবিষ্যতে Medical তথা Nurse হিসেবে প্রতিষ্ঠিত করতে চান অবশ্যই আজকের আর্টিকেলটি পড়ুন আশাকরি আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে।
WBJEE ANM GNM নার্সিং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
Conducting Body | West Bengal Joint Entrance Examinations Board |
Exam Date | July 14, 2024 (Dates Officially Announced) |
Purpose of Exam | For Admission to ANM and GNM Courses |
Age Limit | ANM Maximum Age - 35 Years (Only Female) / GNM Maximum Age - 35 Years |
Application Process | Online Only |
Application Fee | INR 400/- (Rs. 300 for SC/ST/ OBC/ Orphan Candidates) |
Mode of Exam | Pen-Paper Based (Offline) |
Type of Question | Multiple Type Question (MCQ) |
Maximum Marks | 115 |
Duration of Exam | 90 Minutes |
Negative Marking | Yes |
Language | English & Bengali |
Official Site | www.wbjeeb.nic.in |
West Bengal ANM GNM Exam কী?
ANM GNM Examination রাজ্য সরকার কর্তৃক গৃহীত একটি Centralized Competitive Exam যা গ্রহণ করে West Bengal Joint Entrance Examinations Board। প্রতি বছর WBJEEB বছরে একবার এই Exam গ্রহন করে থাকে । Higher Secondary পাস এর পর পরীক্ষার্থীরা এই Exam এর জন্য Preparation নিতে পারে যার মাধ্যমে পরীক্ষার্থীরা ANM GNM Course এ পড়ার সুযোগ পায়। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WB Joint Entrance Examination Board) প্রতিবছর GNM/ ANM নার্সিং কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে থাকে। এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে।
ANM ও GNM কোর্স কোথায় পড়ানো হয়?
এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের একটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষাটির নাম West Bengal Joint Entrance Exam for ANM & GNM। পশ্চিমবঙ্গের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড প্রতিবছর রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল ও নার্সিং কলেজে ANM ও GNM ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নিয়ে থাকে। এই পরীক্ষায় Rank অনুযায়ী কাউন্সেলিং এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে নার্সিং এর ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
পশ্চিমবঙ্গের GNM Nursing কলেজের তালিকা ও সিট সংখ্যা
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের শর্ত
ANM Course:-
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Arts/Science/Healthcare Science/Vocational Stream এ Core বা Optional Subject হিসেবে English সহ Higher Secondary বা তৎসংলগ্ন যে কোনো Exam পাস করতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে 17 থেকে 35 এর মধ্যে।
- যেসব আবেদনকারীরা National Institute of Open School (NIOS) থেকে Science বা Arts Steam এ Higher Secondary পাস করেছে, তারা আবেদন করতে পারবে।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
- আবেদনকারীকে বাংলা অথবা নেপালি ভাষা লিখতে, পড়তে এবং পড়তে জানতে হবে।
- আবেদনকারী কে Physically ও Mentally Fit হতে হবে।
GNM Course:-
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Core বা Optional Subject হিসেবে English সহ Science Steam এ 40% মার্কস সহ Higher Secondary পাস করতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে 17 থেকে 35 এর মধ্যে।
- যেসব আবেদনকারীরা National Institute of Open School (NIOS) থেকে পাস করেছে, তারাও আবেদন করতে পারবে।
- Indian Nursing Council কর্তৃক স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ANM Vocational এ 40% মার্কস সহ পাস করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই একজন পাস করা Registered ANM Nurse হতে হবে।
ANM GNM Nursing Exam 2024 কীভাবে আবেদন করবেন
West Bengal ANN GNM 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা WBJEE এর Official Website থেকে এই Exam এর জন্য আবেদন করতে পারবেন।
ANM ও GNM কোর্সে আবেদনের জন্য স্টুডেন্টদের সর্বপ্রথমে wbjeeb.nic.in সাইটে গিয়ে স্ক্রল করে ANM & GNM এ যান। এরপর একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে নাম রেজিষ্ট্রেশন করে নিন। এবারে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে Apply এ যান। এখন অনলাইন আবেদন পত্রটি ওপেন হলে প্রয়োজনীয় তথ্য সহযোগে দরখাস্ত ফর্মটি ভালোভাবে পূরণ করুন এবং Application সাবমিট করুন। তারপর পরীক্ষার আবেদন ফি হিসেবে জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ৪০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৩০০ টাকা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে হবে।
দরখাস্তের সময় পাসপোর্ট মাপের রঙিন ফটো ও অন্যান্য প্রয়োজনীয় নথি নির্দিষ্ট সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। পেমেন্ট সফল হলে অটোমেটিক ভাবে কম্পিউটার ভিত্তিক Application Certificate জেনারেট হবে। এটি ডাউনলোড ও প্রিন্ট করে রাখবেন। ভবিষ্যতে ভর্তি ও কাউন্সেলিং এর সময় প্রয়োজন হবে।
West Bengal ANM & GNM আবেদনের জন্য Important Documents
- Birth Certificate,
- Class 10 Marksheet,
- Class 12 Marksheet, and
- Certificate, WBJEE ANM/GNM Rank Card
- Certificate of Category
- Photograph
- A photo ID
- Additional paperwork and credentials
Documents | Format | Size | Dimention |
---|---|---|---|
Passport Size Photograph | JPG/JPEG | 10 KB থেকে 200 KB এর মধ্যে | 4 cm x 3 cm |
Signature | JPG/JPEG | 4 KB থেকে 30 KB এর মধ্যে | 4 cm x 1.5 cm |
Marksheet/Certificate | 50 KB থেকে 300 KB এর মধ্যে |
ANM ও GNM নার্সিংয়ের পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধরন, সিলেবাস ও নম্বর বিভাজন
মোট ছটি বিষয়ের উপর পরীক্ষা হবে এবং পাঠ্যক্রম নবম ও দশম শ্রেণীর সিলেবাসের উপর ভিত্তি করে করা হবে। কোন বিষয়ের উপর মোট কত নম্বর রয়েছে তা নিচে বর্ননা করা হল।
WB ANM GNM সিলেবাস বিষয়ের নম্বর বিভাজন
বিষয় | ক্যাটাগরি ১ | ক্যাটাগরি ২ | প্রশ্ন সংখ্যা | মোট নম্বর |
---|---|---|---|---|
জীবন বিজ্ঞান | ৩০ | ১০ | ৪০ | ৫০ |
ভৌত বিজ্ঞান | ১৫ | ৫ | ২০ | ২৫ |
ইংরেজি | ১৫ | - | ১৫ | ১৫ |
গণিত | ১০ | - | ১০ | ১০ |
সাধারণ জ্ঞান | ১০ | - | ১০ | ১০ |
লজিক্যাল রিজনিং | ৫ | - | ৫ | ৫ |
মোট | - | - | ১০০ | ১১৫ |
- মোট প্রশ্ন সংখ্যা : ১০০টি
- মোট নম্বর : ১১৫
- সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট
- প্রশ্নের ধরন : MCQ
- মোট বিভাগ : ২টি
- প্রতিটি প্রশ্নের মান : বিভাগ ১ – ১ নম্বর, বিভাগ ২ – ২ নম্বর
- নেগেটিভ মার্কিং : -০.২৫ (শুধুমাত্র বিভাগ ১)
ANM GNM জীবন বিজ্ঞান সিলেবাস
- জীবন ও তার বৈচিত্র্য
- জৈবনিক প্রক্রিয়া
- জীবন সংগঠনের স্তর
- জীববিদ্যা ও মানবকল্যাণ
- পরিবেশ ও তার সম্পদ
- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
- জীবনের প্রবাহমানতা
- বংশগতি এবং জিনগত রোগ
- অভিব্যক্তি ও অভিযোজন
- পরিবেশ ও তার সংরক্ষণ
ANM GNM ভৌত বিজ্ঞান সিলেবাস
- পরিমাপ
- বল ও গতি
- পদার্থ: গঠন ও ধর্ম
- পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
- শক্তির কার্য ও ক্ষমতা
- তাপ
- শব্দ
- পরিবেশের জন্য ভাবনা
- গ্যাসের আচরণ
- রাসায়নিক গণনা
- তাপের ঘটনাসমূহ
- আলো
- পরমাণুর নিউক্লিয়াস
- পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
ANM GNM ইংরেজি সিলেবাস
- Articles
- Preposition
- Phrasal Verbs
- Voice Change
- Narration Change
- Transformation of sentence
- Synonyms
- Antonyms
- One word substitution
- Sentence completion
- Spotting Errors
- Idioms & Phrases
- Spelling Test
- Sentence Improvement
ANM GNM অঙ্ক সিলেবাস
- বাস্তব সংখ্যাতত্ত্ব
- লাভ ও ক্ষতি
- সরল সুদকষা
- চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস
- অংশীদারি কারবার
ANM GNM সাধারণ জ্ঞান সিলেবাস
- ইতিহাস
- ভূগোল
- সাহিত্য ও সংস্কৃতি
- সংবিধান
- অর্থনীতি
- পুরস্কার
- পরিবেশ বিদ্যা
- কম্পিউটার
ANM GNM লজিক্যাল রিজনিং সিলেবাস
- শ্রেণি
- রক্তের সম্পর্ক
- সাদৃশ্য
- শ্রেণিবিভাজন
- লুপ্ত সংখ্যা নির্ণয়
- ম্যাট্রিক্স কোডিং
- সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ
- সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
- ক্রম নির্ণয়
ANM ও GNM Nursing Exam Date 2024
ফি প্রদান সহ অনলাইন আবেদন: 21.03.24 (বৃহস্পতিবার) থেকে 21.04.24 (রবিবার)
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাম্প্রতিক আপডেট অনুসারে আগামী ফেব্রুয়ারি ২০২৪ থেকে মার্চের ২০২৪ এর মধ্যে আবেদন পদ্ধতি শুরু হবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ১৪ ই জুলাই, ২০২৪। অ্যাডমিট কার্ডও জুলাইতে পাওয়া যাবে ও পরীক্ষার ফলাফল আগস্টের শেষ সপ্তাহে ঘোষনা করা হবে।
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url