মাধ্যমিক পাশে কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ, শূন্যপদ ৩৭৩৪

 West Bengal Kolkata Police Constable Recruitmen 2024

 দীর্ঘদিন পর ফের রাজ‍্যজুড়ে চাকরির সুখবর। যারা ইতিমধ্যে পুলিশের কনস্টেবল পদের জন‍্য আবেদন করতে ইচ্ছুক বা আবেদনে আগ্রহী তাদের জন‍্যই এই আপডেট। রাজ‍্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের জন‍্য একাধিক শূন‍্যপদ বেরিয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোন ইচ্ছুক প্রার্থী আবেদন করতে পারেন। পুরুষ মহিলা উভয়ের জন‍্যই এই বিজ্ঞপ্তি প্রযোজ‍্য। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ‍্য এই প্রতিবেদনে আলোচনা করা হল


Kolkata Police Recruitment 2024

আগামী ১ লা মার্চ রাত ১২টা থেকে আগামী ২৯ শে মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া কেউ যদি আবেদনপত্রে কোনোরকম ভুল করে বসেন, সে ক্ষেত্রে তারা সংশোধনের সুযোগ পাবেন আগামী ১ লা এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা থাকছে ৩৭৩৪। তারমধ্যে ৩৪৬৪ টি পদের জন্য আবেদন করতে পারবেন পুরুষেরা আর ২৭০ টি পদের জন্য আবেদন করতে পারবেন মহিলারা। এখন জেনে নেওয়া যাক এই পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন ফি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে।

নিয়োগকারী সংস্থা/ বোর্ড West Bengal Police Recruitment Board (WBPRB)
পদের নাম কন্সটেবল / লেডি কনস্টেবল
মোট শূন্যপদ ৩৭৩৪ টি
আবেদন মাধ্যম অনলাইন
আবেদন শেষ ২৯ মার্চ, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

👉Kolkata Police Recruitment 2024 এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Constable এবং Lady Constable পদে নিয়োগ করা হবে।

👉এখানে সব মিলিয়ে মোট ৩৭৩৪ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ৩৪৬৪ টি এবং মহিলাদের জন্য ২৭০ টি শূন্যপদ রয়েছে।

কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করবার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে?

➤যে সকল প্রার্থীরা কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে চান তাদের অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা অন্য কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

➤এই পদে আবেদন করবার জন্য অবশ্যই বাংলা লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। তবে, দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য সাব ডিভিশনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।

➤এই পদে আবেদন করবার জন্য একজন প্রার্থীর বয়স হতে হবে ১৮ -৩০ ‌এর মধ্যে। যে সকল প্রার্থীদের বয়স ৩০ এর বেশি তারা আবেদন করতে পারবেন না। ২০২৪ সালের ১লা জানুয়ারির হিসেবে একজন প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ ও সর্বোচ্চ বয়স ৩০ হতে হবে, তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমায় ছাড় দেওয়া হবে।

➤তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে, কলকাতা পুলিশে কাজ করা সিভিক ভলেন্টিয়াররাও পাঁচ বছরের ছাড় পাবেন। অর্থাৎ তাদের জন্য বয়সের সীমা ৩৫ রাখা হয়েছে।

➤ওবিসি ও ওবিসি – বি শ্রেণীর প্রার্থীরা ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

➤এক্স সার্ভিস ম্যানরা যত বছর কাজ করেছেন, তত বছর সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন তবে সেক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ বয়স ৪০ হতে হবে।

বেতনক্রম

নির্বাচিত প্রার্থীদের 22,700/ – 58,500/ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন মূল‍্য

এই পদে আবেদনের জন‍্য সাধারন ও ওবিসি প্রার্থীদের আবেদনের মূল‍্য বাবদ ১৫০ /- এবং প্রসেসিং ফি বাবদ ২০/- করে দিতে হবে। তবে অন‍্যান‍্য তফসিলী জাতি ও উপজাতির প্রার্থীদের কেবল প্রসেসিং ফি এর ২০/- টাকা দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া 

এক্ষেত্রে বেশ কতগুলি ধাপে পরীক্ষা হবে।

✔প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের।

✔ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট।

✔ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট।

✔চূড়ান্ত লিখিত পরীক্ষা বা ফাইনাল টেস্ট হবে ৮৫ নম্বরের।

✔এরপর ১৫ নাম্বারের একটি ইন্টারভিউ দিতে হবে।

✔ভেরিফিকেশন

✔মেডিকেল টেস্ট

✔নিয়োগপত্র বন্টন

প্রয়োজনীয় ডকুমেন্টস 

Kolkata Police Recruitment 2024 এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

📃পরিচয়পত্র

📃শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

📃কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

📃নিজের পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর

📃বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি

📃ইত্যাদি ডকুমেন্টস

আবেদন প্রক্রিয়া (Apply Process)

Kolkata Police Recruitment 2024 এই নিয়োগে আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে।

১) পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে wbpolice.gov.in -এ যেতে হবে।

২) এরপর হোমপেজের উপরের দিকে মেনুবারে ‘Recruitment’ ট্যাব আছে। সেখানে ক্লিক করলে আরও একটি ‘Recruitment’ দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।

৩) এরপর একটি নতুন পেজ খুলে আসবে। সেখানে ‘Recruitment to the post of Constables/Lady Constables in Kolkata Police 2024’ রয়েছে। এর পাশে থাকা ‘Get Details’ লিংকে ক্লিক করতে হবে।

৪) এরপর ‘Fill up application form online’ এর পাশে থাকা ‘Get Details’ লিংকে ক্লিক করতে হবে। 

৫) ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে আসবে। ওই নতুন পেজের বাঁ-দিকে ‘On-Going Recruitment’ এর নীচে থাকা ‘The Post of Constables/Lady Constables in KP 2024’ -তে ক্লিক করতে হবে।

৬) ফের একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে ‘Apply Online’-এ ক্লিক করতে হবে।

৮) একটি নতুন পেজ খুলে যাবে। যদি আপনি নতুন ইউজার হন অর্থাৎ যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে, তাহলে ‘Sign-Up’ এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।

৯) রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর, ইউজারনেম ও পাসওয়ার্ড লিখে Sign-Up বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে একটি ওটিপি যাবে। সেটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে ‘Verify OTP’ -তে ক্লিক করতে হবে।

১০) সফলভাবে রেজিস্ট্রেশন হবার পর ‘Login’ এ ক্লিক করে ইউজারনেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগইন করতে হবে।

১১) এরপর অনলাইনে আবেদনপত্র খুলে যাবে। আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা তথ্য সহ যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। পরবর্তী ধাপে স্ক্যান করা ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

১২) সবশেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখুন।

উপরে দেওয়া সমস্ত স্টেপ ফলো করে এই নিয়োগে আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনের নীচে আবেদনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে। যাতে আপনারা খুব সহজে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

আবেদনের তারিখ 

আবেদন প্রক্রিয়া শুরু০১-০৩-২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ২৯-০৩-২০২৪


গুরুত্বপূর্ণ লিঙ্ক :

অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদন করুনক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

বিঃদ্রঃ–

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url