ভারতের বিভিন্ন গবেষণাগার কোথায় অবস্থিত | List of Important Research Institute in India PDF

ভারতের বিভিন্ন গবেষণাগার নাম এবং কোথায় অবস্থিত 


নমস্কার ,

বন্ধুরা  আজ ভারতের বিভিন্ন গবেষণাগার কেন্দ্র তালিকা  টি আপনাদের সাথে শেয়ার করছি । যেটিতে ভারতের সমস্ত রকম গবেষণাগার কেন্দ্রের নামের তালিকা খুবই সুন্দর ভাবে দেওয়া আছে, যেটি থেকে বিগত বিভিন্ন পরিক্ষায় প্রশ্ন এসেছিল  এবং আগত পরিক্ষায় প্রশ্ন আসার খুব সম্ভবনা ।

wbstudy


🔵কেন্দ্রীয় পাট গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- ব্যারাকপুর ( পশ্চিমবঙ্গ )।

🔵কেন্দ্রীয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- যাদবপুর (পশ্চিমবঙ্গ )।

🔵কেন্দ্রীয় বলবিদ্যা পূর্ত গবেষণাগার  কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- দুর্গাপুর (পশ্চিমবঙ্গ )।

🔵মৎস্য গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- জুনপুট ( পশ্চিমবঙ্গ )।

🔵সারা ভারত ম্যালেরিয়া ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- দিল্লি।

🔵কেন্দ্রীয় রোড রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- নিউ দিল্লি।

🔵কেন্দ্রীয় রাজপথ গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- দিল্লি

🔵ভারতীয় মহাকাশ গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-বেঙ্গালুরু।

🔵ভারতীয় কৃষি গবেষনাগার  কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- নিউ দিল্লি।

🔵ভারতীয় লাক্ষা গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- রাঁচি।

🔵ভারতীয় লাক্ষা গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- রাঁচি।

🔵ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- দেরাদুন।

🔵কেন্দ্রীয় ধান গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- কটক।

🔵কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- পুসা।

🔵কেন্দ্রীয় চা গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- টোকলাই, জোরহাট।

🔵কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- কাসারগড়, চিকমাগালুর।

🔵কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- নাগপুর।

🔵কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- মহীশূর।

🔵কেন্দ্রীয় আলু গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- শিমলা।

🔵কেন্দ্রীয় আখ গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- কোয়েম্বাটুর।

🔵কেন্দ্রীয় তামাক গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- রাজামুন্দ্রি।

🔵কেন্দ্রীয় জ্বালানী গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- ধানবাদ।

🔵কেন্দ্রীয় চামড়া গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- চেন্নাই।

🔵কেন্দ্রীয় ড্রাগ গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- লক্ষ্ণৌ।

🔵কেন্দ্রীয় খনি গবেষনাগার  কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- ধানবাদ।

🔵কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার  কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- দিল্লি।

🔵কেন্দ্রীয় নারকেল গবেষনাগার  কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- কাসারগড়।

🔵কেন্দ্রীয় বিল্ডিং গবেষনাগার   কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- রুড়কি।

🔵কেন্দ্রীয় কাঁচ গবেষনাগার  কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- কলকাতা।

🔵জাতীয় চিনি গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- কানপুর।

🔵জাতীয় দুগ্ধ গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- কার্নাল।

🔵জাতীয় সমুদ্র গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- পানাজী।

🔵জাতীয় উদ্ভিদ গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- লক্ষ্ণৌ।

🔵জাতীয় পুষ্টি গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-হায়দ্রাবাদ।

🔵জাতীয় যক্ষ্মা গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-বেঙ্গালুরু।

🔵জাতীয় বিমান গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-বেঙ্গালুরু।

🔵ক্যান্সার গবেষনাগার  কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- মুম্বাই।

🔵হীরক গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- সুরাট।

🔵অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :- দেরাদুন।

🔵মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-দেরাদুন,চন্ডিগড়,কোটা,আগ্রা,যোধপুর।

🔵জাহাজ গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-চেন্নাই।

🔵বস্ত্র গবেষনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-পুনে।

🔵বৈজ্ঞানিক যন্ত্র গবেষনাগার  কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-চন্ডিগড়।

🔵সারা ভারত ম্যালেরিয়া গবেষনাগার  কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-দিল্লি।

🔵 ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা   কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-কলকাতা।

🔵 ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-জাদুগোড়া।

🔵 পশ্চিমবঙ্গের নদী গবেষনাগার  কোথায় অবস্থিত ?

উত্তরঃ :-হরিণঘাটা।


👇
File Details:
File Name: ভারতের বিভিন্ন গবেষণাগারের অবস্থান.pdf
File Formet: PDF
Number Of Pages: 2

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url