কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রকের দপ্তরে চাকরি, এখুনি আবেদন করুন

Jal Shakti Director Head Of Institute Recruitment

ভারত সরকারের পানীয় জল ও স্যানিটেশন বিভাগের তরফে  কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। Ministry of Jal Shakti Recruitment 2023 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র পাঠানো হবে। অফিশিয়াল ই-মেইলের মাধ্যমেও আবেদনপত্র পাঠানো যাবে। Ministry of Jal Shakti Vacancy 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

◉ বিজ্ঞপ্তি নাম্বার :

 W-11041/39/2021-JJM-II

◉ পদের নাম :

Director & Head of Institute

◉ শিক্ষাগত যোগ্যতা :

 প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বি.টেক (সিভিল/কেমিক্যাল) সহ পরিবেশগত (Enviromental) বিষয়ে এম.টেক ইঞ্জিনিয়ারিং (M.Tech Engineering) করে থাকতে হবে। অথবা M.Sc. (Chemistry/Environmental Science) সহ কেমিস্ট্রি বা পরিবেশগত বিষয়ে Ph.D. করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ministry of jal shakti recruitment


◉ বয়স :

এই পদের জন্য  প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

◉ বেতন : 

নিযুক্ত প্রার্থীকে পে লেভেল অনুযায়ী ১,৪৪,২০০/- টাকা থেকে ২,১৮,২০০/- টাকা  বেতন দেওয়া হবে।

◉ আবেদন পদ্ধতি :

 ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

◉ আবেদন কীভাবে করবেন :

আগ্রহী প্রার্থীরা সরাসরি অফলাইনে মাধ্যমে জল শক্তি বিভাগে নিয়োগের জন্যে আবেদন করতে পারবেন। প্রার্থীকে নিজের বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট এই সমস্ত নথিপত্রগুলি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে। আবেদন পত্রের খামের উপর লিখতে হবে Application For The Post Of (পদের নাম)।

◉ আবেদনপত্র পাঠানোর ঠিকানা  :

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা..

 Under Secretary, Department of Drinking Water & Sanitation, 4th Floor, Antodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi – 110 003


◉ গুরুত্তপূর্ণ  তারিখঃ 

আবেদন পক্রিয়া শুরু  ১৮ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ২০শে মার্চ ২০২৩

◉ প্রয়োজনীয় লিঙ্ক :

অফিশিয়াল নোটিফিকেশন  ডাউনলোড
আবেদন ফর্ম   ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন


✓আরও চাকরির খবর দেখুন :


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url