কোচবিহার জেলায় অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে কর্মী নিয়োগ ২৫৬টি শূন্যপদ , অনলাইন আবেদন করুন

 Coochbehar ICDS Recruitment 2023

যারা শিশু যত্নের ক্ষেত্রে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ একটি দুর্দান্ত সুযোগ। এটি আকর্ষণীয় বেতন, দীর্ঘমেয়াদী কাজের স্থিতিশীলতা এবং আপনার কর্মজীবনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সহ বিভিন্ন সুবিধা প্রদান করে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় Social Welfare ICDS Cooch Behar পক্ষ থেকে ICDS কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ১৭ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখতে হবে একজন কেবল মাত্র একটি করেই আবেদন ফর্ম পুরুন করতে হবে।

পদের নাম : 

Anganwadi Karmi , Sahayika  ( অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা )

মোট শূন্যপদ :

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে ২৫৬ টি শূন্যপদ রয়েছে। কোন ব্লকে কত শূন্যপদ সেই বিষয়ে বিস্তারিত নিচে উল্লেখ করা হয়েছে।

ব্লকের নাম শূন্যপদের সংখ্যা
Tufanganj-I ০৯ টি
Tufanganj-I(ADDL) ১১ টি
Coochbehar-II ১০ টি
Coochbehar-II(ADDL) ১২ টি
Tufanganj-II (ADDL) ১৬ টি
Mekhliganj ১৫০ টি
Haldibari ১৪ টি
Sitai ৩৪ টি


শিক্ষাগত যোগ্যতা :

অঙ্গনওয়াড়ি কর্মী -যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন।

সহায়িকা -যেকোনো স্কুল বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন।

এছাড়াও প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।


বয়সসীমা : 

প্রার্থীদের সর্বনিন্ম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ ২০২৩


বেতন :

অঙ্গনওয়াড়ি কর্মী পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৮,২৫০/- টাকা  বেতন। 
সহায়িকা পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৬,৩০০/- টাকা বেতন। 

আবেদন মূল্য :

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না।

নির্বাচন প্রক্রিয়া :

আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা এবং শেষে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে।


লিখিত পরীক্ষা ৯০ নম্বর
সময় ২ ঘন্টা
Viva Voca Test Viva Voca Test


সিলেবাস
রচনা ১৫ নম্বর
পাটিগণিত ২০ নম্বর
পুষ্টি, জনস্বাস্থ্য,নারীর সামাজিক অবস্থান ১৫ নম্বর
ইংরেজি ২০ নম্বর
সাধারণ জ্ঞান ২০ নম্বর

গুরুত্বপূর্ন তারিখ : 


আবেদন শুরু ২৪.০৩.২০২৩
আবেদন শেষ ১৭.০৪.২০২৩
পরীক্ষা তারিখ ২৯ ও ৩০ শে এপ্রিল

গুরুত্বপূর্ন লিঙ্ক :


Tufanganj-I নোটিফিকেশন ডাউনলোড
Tufanganj-I(ADDL) নোটিফিকেশন ডাউনলোড
Coochbehar-II নোটিফিকেশন ডাউনলোড
Coochbehar-II (ADDL) নোটিফিকেশন ডাউনলোড
Tufanganj-II(ADDL) নোটিফিকেশন ডাউনলোড
Mekhliganj নোটিফিকেশন ডাউনলোড
Haldibari নোটিফিকেশন ডাউনলোড
Sitai নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন


✓আরও চাকরির খবর দেখুন :


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url