রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, বেতন ১২ থেকে ১৮ হাজার

 Paschim Bardhaman District Data Analyst Recruitment 2023

সুপ্রিয় বন্ধুরা , 

পশ্চিম বর্ধমান জেলার শিশু সুরক্ষা দপ্তরে পক্ষ থেকে Data Analyst, Out Reach Worker (ORW) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  আগ্ৰহী প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন চলবে ৫ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত। নীচে আবেদন ফর্ম ডাউনলোড করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম :

  • Data Analyst
  • Out Reach Worker
Paschim Bardhaman DM Office Recruitment 2023

Paschim Bardhaman DCPU Vacancy 2023

মোট শূন্যপদ :

  • Data Analyst -০১ টি
  • Out Reach Worker -০২ টি

মাসিক বেতন :

  • Data Analyst- 18,536/- টাকা
  • ORW- 12,000/- টাকা

শিক্ষাগত যোগ্যতা :

  • Data Analyst- এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে। কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার নলেজ থাকতে হবে।
  • ORW- এই পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কাজের অভিজ্ঞতা এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন মূল্য :

এই পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি :

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
  • সঠিকভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
  • সঠিক সময়ের মধ্যে অফিশিয়াল ই-মেইলে অবেদন করতে হবে।
  • ই-মেইলঃ dcpurecruitmentpsbdn@gmail.com
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 05/04/2023 (05:00 PM)

নির্বাচন প্রক্রিয়া :

প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে সরাসরি প্রার্থীদের কম্পিউটার টেস্ট তারপরে প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ২৭ই মার্চ ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ০৫ই এপ্রিল ২০২৩

গুরুত্বপূর্ন লিঙ্ক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন



✓আরও চাকরির খবর দেখুন :


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url