কলকাতা পৌরসভায় স্টাফ নার্স নিয়োগ ২০২৩ | KMC Staff Nurse Recruitment 2023

 পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা পৌরসভায় Staff Nurse মোট ৩০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার শেষদিন ১৫ মার্চ ২০২৩। আগ্ৰহী প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। Kolkata Municipal Corporation Staff Nurse Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো ।

নিয়োগ সংস্থা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন
পদের নাম স্টাফ নার্স
মোট শূন্যপদ ৩০ টি
চাকরির ধরন সরকারি চাকরি
আবেদন মোড অফলাইন
স্থান কলকাতা, পশ্চিমবঙ্গ
বেতন ২৫,০০০/-
ওয়েবসাইট kmcgov.in
আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৩

Kolkata Municipal Corporation Staff Nurse Recruitment


বিজ্ঞপ্তি নাম্বার :

 H/05/KMC/2022-23


পদের নাম :

স্টাফ নার্স।


মোট শূন্যপদ :

 ৩০ টি।

    UR - ১৫

    SC - ০৭

    ST - ০২

    OBC - ০৬


শিক্ষাগত যোগ্যতা :

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM/ B.SC Nursing Course করা থাকলে আবেদন করতে পারবেন।


আবেদনকারীর বয়সসীমা :

Kolkata Municipal Corporation Staff Nurse Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হওয়া প্রয়োজন। এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ০১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।


বেতন :

 প্রতিমাসে বেতন ২৫,০০০ টাকা।


আবেদন পদ্ধতি :

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে।  এরপর বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।  


নিয়োগ পদ্ধতি :

GNM বা B.SC পরীক্ষার নম্বর ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। 


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা..

 Chief Municipal Health Officer, Kolkata Municipal Corporation CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata-700013


গুরুত্বপর্ণ তারিখ  :

আবেদন পক্রিয়া শুরু  ৯ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ১৫ই মার্চ ২০২৩

◉ প্রয়োজনীয় লিঙ্ক :

অফিশিয়াল নোটিফিকেশন  ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন


✓আরও চাকরির খবর দেখুন :


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url