পশ্চিমবঙ্গ পুলিশে লেডি কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, আবেদন করতে পারবেন সিভিকরাও | West Bengal Police Lady Constable Recruitment 2023

 লেডি কনস্টেবল নিয়োগ 2023 | WBP Lady Constable Recruitment 2023

রাজ্য সরকারের পুলিশে লেডি কনস্টেবল পদে ১৪২০ টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়ায়ল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি জারি তরফে। সারা রাজ্য থেকে মাধ্যমিক পাশে শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নির্বাচিত করা হবে। লেডি কনস্টেবল নিয়োগের সমস্ত বিষয় বিস্তারিত জানতে নিচের তথ্যগুলি দেখুন।


পদের নাম :

 লেডি কনস্টেবল (Lady Constable)

মোট শূন্যপদ :

wbp lady constable মোট ১৪২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Category (Sub-category) No. of vacancies
Unreserved (UR) 343
Unreserved (E.C.) 227
Unreserved (HG/NVF) 113
Unreserved (Civic Volunteers) 71
Unreserved (Sports Quota.) 28
Scheduled Caste 141
Scheduled Caste (E.C.) 100
Scheduled Caste (HG/NVF) 42
Scheduled Caste (Civic Volunteers) 29
Scheduled Tribe 28
Scheduled Tribe (E.C.) 29
Scheduled Tribe (HG/NVF) 14
Scheduled Tribe (Civic Volunteers) 14
OBC-A 57
OBC-A (E.C.) 42
OBC-A (HG/NVF) 29
OBC-A (Civic Volunteers) 14
OBC-B 43
OBC-B (E.C) 28
OBC-B (HG/NVF) 14
OBC-B (Civic Volunteers) 14
TOTAL 1420

শিক্ষাগত যোগ্যতা :

 আবেদনকারী প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে।
WBP Lady Constable Recruitment 2023


অন্যান্য যোগ্যতা :

 আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। তবে কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

শারীরিক পরিমাপ :

উচ্চতা ১৬০ সেমি এবং ওজন ৪৯ কেজি, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের উচ্চতা ১৫২ সেমি এবং ওজন ৪৫ কেজি।

দৌড় প্রতিযোগিতার নিয়মাবলী :

 সকল প্রার্থীদের ৪ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে।

বেতন :

 পশ্চিমবঙ্গ সরকারের পে লেভেল অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি :

 ইচ্ছুক সকল প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। West Bengal Police Recruitment Board (WBPRB) -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাড়িতে বসেই সম্পূর্ণ আবেদনটি করা যাবে। আবেদনকারীদের www.prb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।

আবেদন ফি : 

তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের (SC/ ST) জন্য কোন আবেদন ফি লাগবেনা। কেবলমাত্র প্রসেসিং ফি বাবদ ২০/- টাকা প্রদান করতে হবে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ১৫০/- টাকা এবং প্রসেসিং ফি ২০/- টাকা অর্থাৎ মোট ১৭০/- টাকা প্রদান করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া :

মোট ৫ টি ধাপে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের পুলিশ লেডি কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ন করা হবে।

  • Preliminary Written Test (100 marks)
  • Physical Measurement Test (PMT)
  • Physical Efficiency Test (PET)
  • Final Written Examination (85 marks)
  • Interview (15 marks)

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ২৩শে এপ্রিল ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২২শে মে ২০২৩

গুরুত্বপূর্ণ লিঙ্ক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন


✓আরও চাকরির খবর দেখুন :


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url