গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২ শূন্যপদে নিয়োগ আজ থেকে আবেদন শুরু
পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। রাজ্যে পঞ্চায়েত দফতরে নতুন করে ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সমিতি পিয়ন, বিভিন্ন পদে নিয়োগ।
গ্রাম পঞ্চায়েত দফতরে নিয়োগের দায়িত্বে থাকবে নির্বাচন কমিটি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, নিয়োগ করা হবে তিনটি স্তরে। ১) গ্রাম পঞ্চায়েত, ২) পঞ্চায়েত সমিত, ৩) জেলা পরিষদে।
WB Gram Panchayat Recruitment 2024 প্রত্যেকটি জেলা থেকে চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। জেলাভিত্তিক শূন্যপদের উল্লেখ করা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
Employment No.— l/488949/2024-PRD-30011/85/2023- PRI
মোট শূন্যপদ
— ৬,৬৫২ টি।
পদের নাম ও কোন পদে কি যোগ্যতা লাগবে
গ্রাম পঞ্চায়েত কর্মী?
যেকোনো স্বীকৃত স্কুল থেকে ক্লাস এইট পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন?
ক্লাস এইট পাশ করা থাকলে আবেদন করতে পারেন।
নির্মাণ সহায়ক?
কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে তাহলে আবেদনযোগ্য।
গ্রাম পঞ্চায়েত সহায়ক?
মোট ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তাহলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি?
যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তার সাথে প্রার্থীদের কম্পিউটারের ৬ মাসের একটি সার্টিফিকেট ও এম এস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাকাউন্টস ক্লার্ক?
চাকরিপ্রার্থীরা যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স ১ বছরের কোর্স পাশ করা হলে অগ্রাধিকার পাবেন। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টার্নেট সহ কাজগুলি জানতে হবে।
ক্লার্ক কাম টাইপিস্ট?
এখানে মাধ্যমিক পাস প্রার্থীরা ইংরেজি অথবা বাংলা কম্পিউটারের টাইপিংয়ে ৩০ ও ২০টি শব্দ মিনিটে তোলার গতি থাকতে হবে। এছাড়াও এম এস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বিষয়ে প্রার্থীদের জ্ঞান থাকতে হবে।
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট?
প্রার্থীদের ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে। কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবেন।
অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার?
অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা এখানে আবেদন জানাতে পারবেন।
টাইপিস্ট (ইংলিশ)?
মাধ্যমিক পাস প্রার্থীদের ৫০% নম্বর পেয়ে ৪০ টি ইংরেজি টাইপিংয়ে শব্দ তোলার গতি থাকলে আবেদন জানাতে পারবেন।
ডাটা এন্ট্রি অপারেটর?
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে কম্পিউটারে ৩০ টি ও ২০ টি শব্দ তোলার গতি থাকতে হবে প্রার্থীদের তাহলে আবেদনযোগ্য।
সমিতি এডুকেশন অফিসার?
যেকোনো শাখা থেকে গ্রেজুয়েট বা পোস্ট গ্রেজুয়েট বা বিএড কোর্স পাস হলে কিংবা যে কোন শাখার গ্রেজুয়েট, কোন প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের শিক্ষকতা কাজের তিন বছর অভিজ্ঞতা থাকলেও আবেদন জানাতে পারবেন।
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট?
যেকোনো শাখার গ্র্যাজুয়েটরা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে তাহলে আবেদনযোগ্য। এছাড়াও এখানে সোশ্যাল ওয়ার্ক বা বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্স করা থাকলে ভাল হয়।
ব্লক ইনফর্মেটিক্স অফিসার?
কম্পিউটার সাইন্সের অনার্স ডিগ্রী পাস করে থাকতে হবে কিংবা বিএসসি কোর্স পাশ করে থাকলেও আবেদন জানাতে পারবেন এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে।
অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার?
সিভিল ইঞ্জিনিয়ারের প্রথম শ্রেণীর ডিগ্রী কোর্স করে থাকতে হবে ২ বছরের। চাকরিপ্রার্থীরা এখানে সরাসরি আবেদন করতে পারবেন।
WB Panchayat Recruitment District Wise Vacancy Details 2024
জেলা ভিত্তিক শূন্যপদের বিবরণ
জেলার নাম | গ্রাম পঞ্চায়েত | পঞ্চায়েত সমিতি | জেলা পরিষদ |
---|---|---|---|
আলিপুরদুয়ার | ৯৬ টি | ১৭ টি | ৮ টি |
বাঁকুড়া | ৫৪১ টি | ৩৬ টি | ৩০ টি |
বীরভূম | ১২৯ টি | ১ টি | ১৩ টি |
কোচবিহার | ১৫১ টি | ১৪ টি | ২৯ টি |
দক্ষিণ দিনাজপুর | ১৫১ টি | ২২ টি | ৯ টি |
দার্জিলিং | ৩৩১ টি | ৩৫ টি | |
হুগলি | ৫৩৯ টি | ৩২ টি | ৩০ টি |
হাওড়া | ৩৭৯ টি | ৩৩ টি | ২৫ টি |
জলপাইগুড়ি | ১০৪ টি | ১১ টি | ৩১ টি |
ঝাড়গ্রাম | ২০০ টি | ২১ টি | ১ টি |
কালিম্পঙ | ১৫১ টি | ১৮ টি | |
মালদা | ১০৩ টি | ৮ টি | ২৫ টি |
মুর্শিদাবাদ | ১৩৩ টি | ৫ টি | ৩৫ টি |
নদীয়া | ১০২ টি | ২৩ টি | ১৬ টি |
উত্তর ২৪ পরগনা | ৪৮৬ টি | ৪৫ টি | ৩৫ টি |
পশ্চিম বর্ধমান | ৯৭ টি | ১৯ টি | ১ টি |
পশ্চিম মেদিনীপুর | ৪৮৫ টি | ৬১ টি | ১৪ টি |
পূর্ব বর্ধমান | ২৩৮ টি | ১১ টি | ৫০ টি |
পূর্ব মেদিনীপুর | ২৩৮ টি | ৭২ টি | ১১ টি |
পুরুলিয়া | ৩১১ টি | ৫৪ টি | ৩৩ টি |
দক্ষিণ ২৪ পরগনা | ৪৮৪ টি | ১৫ টি | ১৭ টি |
উত্তর দিনাজপুর | ৬০ টি | ১১ টি | ২৫ টি |
গ্রাম পঞ্চায়েত নিয়োগের আৱেদন পদ্ধতি
গ্রাম পঞ্চায়েত নিয়োগের নির্বাচন পদ্ধতি
উল্লিখিত শূন্যপদগুলির জন্য নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে তাতে উত্তীর্ণ হলে দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা। দুটি পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হলে তাদের মেধার ভিত্তিতে নিয়োগ নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url