মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাসে অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগ, ৬১৬টি শূন্যপদ | Assam Rifles Technical and Tradesmen Recruitment 2023

 অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ || Assam Rifles Technical and Tradesmen Recruitment Notification 2023

সুপ্রিয় বন্ধুরা ,
                  কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে মোট ৬১৬টি শূন্যপদে টেকনিকাল এন্ড ট্রেডসম্যান পদে নিয়োগ করানো হবে , বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে মোট ৬১৬টি শূন্যপদে টেকনিকাল এন্ড ট্রেডসম্যান পদে নিয়োগ করানো হবে। হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে নিচের পোস্ট সম্পূর্ণ দেখুন। 

Assam Rifles Technical and Tradesmen Recruitment Notification 2023


➲ পদের নাম ::  

Technical and Tradesmen (টেকনিকাল ও ট্রেডসম্যান)

 ➲ শূন্যপদ :: 

এখানে সব মিলিয়ে মোট ৬১৬টি শূন্যপদ রয়েছে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে মোট ১২টি শূন্যপদ রয়েছে।

 ➲ যে সব ট্রেডে নিয়োগ করানো হবে  :: 

  • Clerk
  • Religious Teacher
  • Electrician
  • Plumber
  • Female Safai
  • Cook

➲ শিক্ষাগত যোগ্যতা :: 

 অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী আলাদা আলাদা পদের ক্ষেত্রে থেকে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

➲ বয়সসীমা :: 

Assam Rifles Tradesmen Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে বেশিরভাগ পদে আবেদন করার জন্য আবেদনকার ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। 

➲ আবেদন ফি ::

এখানে Group-B পদে আবেদন করার জন্য ২০০/- টাকা এবং Group-C পদে আবেদন করার জন্য ১০০/- টাকা ধার্য করা হয়েছে। SC/ ST/ Female/ ESM পর্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই। অনলাইনে ফি জমা দেওয়া যাবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীরা অসম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। 

➲ কীভাবে নিয়োগ:

লিখিত পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বর থাকবে। 
  • শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT) এবং শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  • দক্ষতা পরীক্ষা/বাণিজ্য পরীক্ষা
  • লিখিত পরীক্ষা
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিকেল পরীক্ষা


➲ গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন পক্রিয়া শুরু ১৭ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ১৯শে মার্চ ২০২৩


➲ গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url