ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Indian Bank Specialist Officer Recruitment Notification 2023
ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৩৮ হাজার টাকা
আপনি কী ব্যাংকে এ চাকরি খুঁজছেন ? তাহলে আপনার জন্য রয়েছে ব্যাঙ্কে চাকরির সুযোগ। সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্কে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ান ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। মোট 203 টি পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট indianbank.in-তে আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল –
❍পদের নাম
Specialist Officer (স্পেশালিস্ট অফিসার)।
❍মোট শূন্যপদ
২০৩ টি।
❍যে সমস্ত পদে নিয়োগ করা হবে
Manager, Senior Manager, Assistant Manager, Cheif Manager সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
❍শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA/ ICWA/CFA, BE/ B.Tech, Graduation, MMS/ MBA/ MCA, PGDBA/ PGDBM/ PGPM/ PGDN/ Post Graduation Digree/ Diploma করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
❍বয়সসীমা
১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
❍মাসিক বেতন
পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৩৬,০০০ থেকে ৮৯,৮৯০ টাকা।
❍আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
❍আবেদন মূল্য
Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০ টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫ টাকা।
❍আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
❍নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
❍কবে থেকে আবেদন করা যাবে
আবেদন পক্রিয়া শুরু | ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন পক্রিয়া শেষ | ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ |
❍আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url