ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩ | Bank of India Recruitment

 ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে কয়েকশো কর্মী নিয়োগ, অনলাইনে এখনই আবেদন করুন-

নমস্কার বন্ধুরা ,
                 ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনি ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে একটি নতুন বিজ্ঞপ্তির অপেক্ষা করছেন তাহলে এটি একটি বড় সুযোগ ব্যাংকে চাকরি পাওয়ার জন্য। তাহলে দেরি কিসের চটপট আবেদন করুন।  Bank of India Recruitment 2023

প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই। আবেদন করার আগে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলি দেখে নিয়ে তারপরে আবেদন করুন।
Bank of India Recruitment

❐ বিজ্ঞপ্তি নম্বর: 

2022-23/03 date- 01/02/2023

❐ পদের নাম :

ক্রেডিট অফিসার। 
IT অফিসার। 

❐ মোট শুন্যপদ :

ক্রেডিট অফিসার – ৩৫০টি।
IT অফিসার – ১৫০টি।

❐ শিক্ষাগত যোগ্যতা :

ক্রেডিট অফিসার পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
IT অফিসার পদের ক্ষেত্রে Computer Science/ Computer Application/ Information Technology/ Electronics/ Electronics and Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation -এ Engineering/ Technology -তে Digree থাকতে হবে।


❐ বেতনক্রোম:

 পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৬,০০০/- টাকা থেকে ৬৩,৮৪০/- টাকা বেতন রয়েছে।

❐ বয়সসীমা :

উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

❐ আবেদন ফি:

 ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের ক্যাটেগরি হিসেবে আবেদন ফি ধার্য করা হয়েছে সাধারণদের বেলায় ৮৫০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা আবেদন ফ্রি হিসাবে দিতে হবে।
এই আবেদন ফি টি আপনি জমা করতে পারবেন অনলাইন পেমেন্ট এর মাধ্যমে।

❐ আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেএই সাইট এ www.bankofindia.co.in 

❐ কবে থেকে আবেদন করা যাবে :

আবেদন পক্রিয়া শুরু ১১ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ২৫শে ফেব্রুয়ারি ২০২৩

❐ আবেদন করার লিংক: 

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url