Bank of Baroda Recruitment 2024
Bank of Baroda Recruitment 2024
যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য চলে এলো নতুন করে বিশাল বড় চাকরির একটি সুখবর রাজ্যের শুধুমাত্র সপ্তম শ্রেণী পাশেই ব্যাঙ্ক অফ বারদায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এবং সকল ধরনের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করতে পারেন। এখানে মূলত গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে তাই সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করতে চান তারা অবশ্যই বিস্তারিতভাবে সুখবরটি জেনে নিতে পারেন।
পদের নাম
Assistant, Gardener, Watchman.
শিক্ষাগত যোগ্যতা (Bank of Baroda Recruitment 2024)
এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সপ্তম পাশ করার যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে এছাড়া চাষের উপরে যথেষ্ট দক্ষতা থাকতে হবে ও আরেকটি পদের ক্ষেত্রে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে।
বয়স
এখানে আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই ৪০ বছরের কম।
বেতন
যেহেতু এখানে দুটি পদ আছে সে ক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে। প্রথম পদের ক্ষেত্রে আপনার যদি চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৪,০০০/- টাকা দেওয়া হবে তার সাথে ট্রাভেল এলাউন্স এর জন্য আরো হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া দ্বিতীয় পদ অর্থাৎ ওয়াচম্যান বা গার্ডেনার এই পদে আপনারা যদি আবেদন করেন তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ৭৫০০/- টাকা তার সঙ্গে আপনাদের ট্রাভেল এলাউন্স আরো ৫০০/- টাকা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিশ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেট প্রিন্ট করে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলো সংযুক্ত করে সমস্ত কিছু একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্রটি পাঠাতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজের ফটো
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- জাতিগত শংসাপত্র যদি থাকে
- অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস
নিয়োগ পদ্ধতি
এখানে মূলত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
To,
Authorized Person
Baroda Swarojgar Vikas Sansthan
Baroda –RSETI
Shivampark Society,
Nr.Bank of Baroda Bamroli Road
Branch Godhra-389001
Dist-Panchmahal
আবেদনের শেষ তারিখ
২৩ মার্চ ২০২৪ তারিখের মধ্যে আবেদন পত্রটি জমা করতে হবে।
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url