NVS Non Teaching Recruitment 2024 | ১৩৭৭টি পদে নবোদয় বিদ্যালয়ে নন-টিচিং স্টাফ নিয়োগ
নবোদয় বিদ্যালয় সমিতি নিয়োগ 2024
NVS নবোদয় বিদ্যালয় সমিতি এর তরফে মাধ্যমিক পাশে ১,৩৭৭টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে বিদ্যালয়ে নন টিচিং স্টাফ পদে নিয়োগ শুরু হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে অনলাইনের মাধ্যমে পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। NVS Non Teaching Recruitment 2024
নিয়োগকারী সংস্থা | Navodaya Vidyalaya Samiti (NVS) |
পদের নাম | Non-Teaching Staff |
শুন্যপদ | মোট ১৩৭৭টি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদন করা শুরু হয়েছে | 15/03/2024 তারিখ থেকে |
Website | navodaya.gov.in |
NVS নন-টিচিং মোট শূন্যপদ
NVS বিদ্যালয়ে নতুন করে ১,৩৭৭ টি শূন্য পদে নিয়োগ করা হবে।
NVS Non Teaching পদের নাম ও শূন্যপদ
পদের নাম | শুন্যপদ |
---|---|
Assistant Section Officer | 5 টি শূন্যপদ |
Female Staff Nurse | 121 টি শূন্যপদ |
Audit Assistant | 12 টি শূন্যপদ |
Legal Assistant | 1 টি শূন্যপদ |
Stenographer | 23 টি শূন্যপদ |
Junior Translation Officer | 4 টি শূন্যপদ |
Computer Operator | 2 টি শূন্যপদ |
Catering Supervisor | 78 টি শূন্যপদ |
Junior Secretariat Assistant | 381 টি শূন্যপদ |
Electrician Cum Plumber | 128 টি শূন্যপদ |
Lab Attendant | 161 টি শূন্যপদ |
Mess Helper | 442 টি শূন্যপদ |
Multi Tasking Staff | 19 টি শূন্যপদ |
শিক্ষাগত যোগ্যতা
চাকরি প্রার্থীদের যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলেই হবে। পাশাপাশি, যারা উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়স সীমা
আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে, তাই বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বয়স লাগবে। বিস্তারিত বিষয়ে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বেতন সীমা
চাকরি প্রার্থীদের প্রতি মাসে পদ অনুসারে 18000 থেকে 142400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য www.navodaya.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রের ফর্মটি পূরণ করতে হবে নিজেদের সমস্ত তথ্য দিয়ে। তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে সবশেষে ফর্মটি জমা করে দিতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা করতে হবে।
আবেদন মূল্য
GEN/OBC - 1000/-
SC/ST - 500/-
নিয়োগ প্রক্রিয়া
অনলাইনে আবেদন করার পরে চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন সর্বশেষে প্রার্থীদের মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ লিংক
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url